অর্জুনের জন্মদিন, পানীয়র গ্লাস হাতে অন্য পুরুষের সঙ্গে শরীর দুলিয়ে নাচ মালাইকার
অর্জুন কাপুরের ৩৮ বছরের জন্মদিন। রবিবার গভীর রাত থেকেই শুরু হয়েছিল পার্টি। তবে মধ্যমণি ‘বার্থ ডে বয়’ অর্জুন নন, মধ্যমণি হয়ে ওঠেন মালাইকা। অর্জুনের জন্মদিনে অন্যপুরুষের সঙ্গে শরীর দুলিয়ে নাচতে দেখা যায় ‘ওয়ান অ্যান্ড অনলি’ মালাইকাকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
কী রয়েছে ভিডিয়োতে?
দেখা যাচ্ছে, নিজের সুপার হিট গান ‘ছইয়া ছইয়া’য় শরীর দুলিয়ে নাচছেন মালাইকা। আর তাঁর পাশেই পার্টি পানীয়র গ্লাস হাতে শরীর দোলাচ্ছে অন্য এক যুবক। ইনি ঠিক কে তার পরিচয় অবশ্য জানা যায়নি। এই ভিডিয়োর নিচেও মালাইকাকে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ লিখেছেন ‘মালাইকা বড়ই উচ্ছৃঙ্খল’! কেউ লিখেছেন, ‘কে বলবে ২০ বছরের ছেলের মা ইনি!’ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘নশেলি আন্টি’। কারোর প্রশ্ন, ‘অর্জুনকেই তো দেখা যাচ্ছে না!’ কেউ আবার এই বয়সেও মালাইকা যেভাবে যৌবন ধরে রেখেছেন তার তারিফ করেছেন। কেউ আবার লিখেছেন, ‘মালাইকা যার সঙ্গে নাচছেন, তাঁকে গরিবের অর্জুন কাপুর মনে হচ্ছে।’ কারোর কথায়, ‘জন্মদিন প্রেমিকের, নাচছেন অন্য পুরুষের সঙ্গে!’
আরও পড়ুন-লন্ডনে জিতুকে নিয়ে কাড়াকাড়ি! ঋতাভরী নাকি পায়েল! কে হচ্ছেন ‘আপনজন’?
আরও পড়ুন-‘এই শহরেই এক রেস্তোরাঁয় প্রেম করতে যেতাম, সেটা ছিল আমার প্রথম ভালোবাসা’, অকপট শোলাঙ্কি
আরও পড়ুন-গোপন সত্য নিয়ে আসছে ‘বস্তার’, ঝড় উঠল বলে! ছবি বানাচ্ছেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক
প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে ২০১৬-তে বিবাহ-বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গেই আপাতত সহবাস করছেন মালাইকা অরোরা। যদিও সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুনকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন মালাইকা।
প্রসঙ্গত মালাইকা অরোরা ও আরবাজ খানের বিয়ে হয় ১৯৯৮-এ। দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবন কাটানোর পর সেই সম্পর্কে ইতি টানের তাঁরা। আরবাজ-মালাইকার ২০ বছরের এক সন্তানও রয়েছে, নাম আরহান খান।
For all the latest entertainment News Click Here