অরিজিৎকে নিয়েই মাতামাতি, করণের ছবিতে গান গেয়ে মেলেনি সম্মান, রাগলেন শ্রেয়া!
কেরিয়ারের ২৫ বছর পূর্তিতে দর্শকদের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ উপহার দিতে চলেছেন পরিচালক করণ জোহর। ছবির রোম্যান্টিক গান ‘তুম ক্যায়া মিলে’ মুক্তি পেয়েছে বুধবার। গানের দৃশ্যায়ণে ফুটে উঠেছে ভূ-স্বর্গ কাশ্মীরে আলিয়া-রণবীরের রসালো রোম্যান্স। অমিতাভ ভট্টাচার্যের কথায় প্রীতমের সুরে এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। অথচ গানের টিজার মুক্তির সময় করণের ‘ড্রিম টিম’ থেকে বাদ পড়েন শ্রেয়া। মাতামাতি শুরু অরিজিৎ-কে নিয়ে। কোনও ক্রেডিট দেওয়া হয়নি শ্রেয়াকে। সেই নিয়ে গোসা হয়েছে গায়িকার, তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন-‘শ্রেয়া কিংবদন্তি, ওঁকে অপমান করবেন না, কড়া হুঁশিয়ারি অরিজিতের, ফের জিতলেন মন
‘তুম ক্যায়া মিলে’ গানে শ্রেয়া যোগ্য সম্মান পাননি, এই অভিযোগ তুলে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন গায়িকার ভক্তরা। এক অনুরাগী শ্রেয়াকে ট্যাগ করে টুইটে লেখেন, ‘এই গানের সব থেকে সুন্দর অংশ গাওয়ার পরেও শ্রেয়া ঘোষালকে এমন দ্বিতীয় সারিতে ফেলে রাখা হচ্ছে দেখে আমার খুব রাগ হচ্ছে’। শ্রেয়া ঘোষাল ওই টুইটটি রি-টুইট করে বসেন! পড়ে অবশ্য সেটি মুছে ফেলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা। কিন্তু তার স্ক্রিনশট ভাইরাল।
পরে অবশ্য,’তুম ক্যায়া মিলে’ গানের লিঙ্ক শেয়ার করে শ্রেয়া তারিফ করেন করণ ও অরিজিতের। গায়িকা লেখেন- ‘অনেক দিন পর এমন একটা গান তৈরি হয়েছে যা যথার্থ অর্থে করণ জোহর স্টাইল বলিউড মিউজিক্যাল রোম্য়ান্টিক ছবির পরিচায়ক। যা আমরা সবাই খুব মিস করেছি। তুম ক্যায়া মিলে একটা প্রেমের গান। অনেক ভালোবাসা অরিজিৎ-কে, তোমার কন্ঠ শুনে হৃদয় গলে যাচ্ছে’।
মঙ্গলবার গানের টিজার মুক্তি পাওয়ার পর করণ জোহর একটি টুইট করেন সেখানে প্রীতম,অরিজিৎ, অমিতাভ ভট্টাচার্য এবং করণকে ‘ড্রিম টিম’ বলে উল্লেখ করা হয়েছিল। সেই নিয়েই শুরু যাবতীয় বিতর্ক। নেটিজেনরা প্রশ্ন তোলেন, ‘কেন গায়ককে নিয়েই যাবতীয় মাতামাতি, গায়িকা কী দোষ করেছে?’ অপর একজন লেখেন- ‘শ্রেয়া ঘোষালের মতো কিংবদন্তির নাম কেন বাদ পড়ল ড্রিম টিম থেকে?’ যদিও নির্মাতা-নির্দেশক করণের পাশে দাঁড়িয়ে অনেকে সাফাই দেন, অতীতে এই চারজন মিলে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কলঙ্ক’,’ব্রহ্মাস্ত্র’ -এর মতো ছবির গান উপহার দিয়েছে সেই অর্থেই তাঁদের চারজনের নাম উল্লেখ করা হয়েছে। গানের টিজারে শ্রেয়ার নাম উল্লেখ রয়েছে, তাই এটা নিয়ে অযথা বিতর্ক করে লাভ নেই।
চলতি সপ্তাহের গোড়াতেই এক টুইটে নিজের ভক্তদের সতর্ক করে অরিজিৎ লিখেছিলেন- ‘শেষবারের জন্য বলছি… শ্রেয়া ঘোষাল কিংবদন্তি, ওঁকে অপমান করা বন্ধ করুন।
প্রসঙ্গত, ২৮শে জুলাই মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই ছবিতে দ্বিতীয়বারের জন্য জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। এছাড়াও ছবিতে দেখা মিলবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি এবং বাংলার চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীর।
For all the latest entertainment News Click Here