অরিজিতের গাওয়া গানের তীব্র নিন্দা! আক্রমণের মুখে বক্তব্য স্পষ্ট করলেন অনুরাধা
বেশকিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। কারণটা এতক্ষণে কমবেশি অনেকেই জেনে গিয়েছেন। অভিযোগ, অনুরাধা তাঁর নিজের গাওয়া গান ‘আজ ফির তুম পে’- গানের রিমিক্স ভার্সান গাওয়ার জন্য অরিজিৎ সিং-এর তীব্র নিন্দা করেছিলেন। অনুরাধা পড়োয়াল বলেছিলেন, তিনি অরিজিৎ সিংয়ের গাওয়া ‘আজ ফির তুম পে’ গানটির রিমিক্স শুনে কেঁদে ফেলেছিলেন। কারণ, ভীষণই খারাপ লেগেছিল তাঁর সেই রিমিক্স গান। পরে নিজের গাওয়া আসল গানটি বারবার শুনে শান্তি ফিরে পেয়েছেন।
অনুরাধা পড়োয়ালের মতো খ্যতনামা সঙ্গীতশিল্পীর মুখে এমন কথা শুনে নিন্দার ঝড় ওঠে। অভিযোগ ওঠে অরিজিৎ সিংকে অপমান করেছেন অনুরাধা পড়োয়াল। অনুরাধার এমন বক্তব্যে বেজায় চটে যান অরিজিতের ভক্তরা। বর্ষীয়ান শিল্পীকে একহাত নেন অনেকেই। তীব্র সমালোচনার মুখে এবার মুখ খুললেন অনুরাধা পড়োয়াল।
আরও পড়ুন-এত জঘন্য! অরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদে ফেলেন অনুরাধা পড়োয়াল, উগরোলেন ক্ষোভ
আরও পড়ুন-দীর্ঘ ৮ বছর কাজ করেছেন A R রহমানের সঙ্গে, জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি ‘রাজ-কোটি’র রাজ আর নেই
ঠিক কী বলেছেন সঙ্গীতশিল্পী?
নিজের বক্তব্য স্পষ্ট করে অনুরাধা বলেন, ‘আমি বরাবরই আসল মৌলিক গানকেই রিমিক্সের চেয়ে এগিয়ে রেখেছি। অনেকেই মৌলিক গানকেই পছন্দ করেন। আমার বক্তব্য ছিল আজ ফির তুম পে গানের রিমিক্স নিয়ে, গায়ক অরিজিতকে নিয়ে নয়। আমার মনে হয় মৌলিক গানের কথা মাথায় রেখেই রিমিক্স করা উচিত। নব্বই দশকের অনেক গানেরই রিমিক্স তৈরি করা হয়েছে, তবে সেগুলিতে মূল গানের সঙ্গে সাথে সুবিচার করা হয়নি। আমরাও একসময় অনেক সঙ্গীত পরিচালককে গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি, সেখানে যথেষ্ঠ সম্মানের সঙ্গেই জানিয়েছি। আমি সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করব আমার বক্তব্যের অন্য ব্যাখ্যা করবেন না, এতে অযথা চাঞ্চল্য তৈরি হয়। পৃথিবীতে অনেক ভালো কিছু আছে, সেগুলি নিয়ে না হয় আলোচনা হোক।’
প্রসঙ্গত, ১৯৮৮ সালে ‘দয়াবান’ ছবিতে ‘আজ ফির তুম পে’ গেয়েছিলেন অনুরাধা এবং পঙ্কজ উদাস, গানটি ছিল লক্ষ্মীকান্ত-প্যারেলালের কম্পোজিশন। ২৬ বছর পর ‘হেট স্টোরি ২’ ছবিতে সেই গানের রি-মিক্স ভার্সন গেয়েছিলেন অরিজিৎ সিং। সেটাই নাকি মোটেও মনে ধরেনি অনুরাধার।
For all the latest entertainment News Click Here