অযোধ্যায় রাম মন্দিরে হাজির ‘সীতা’ দীপিকা! দেখুন দারুণ সব ছবি
আশির দশকের শেষ দিকে জনপ্রিয় টেলিভিশন শো ছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’। রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং সীতার ভূমিকায় দীপিকা চিখালিয়া। গোটা পৃথিবী জুড়ে নাকি প্রায় ৬৫ কোটি দর্শক দেখেছিলেন এই টিভি শো। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা, তবে সীতা চরিত্রের মতো আর কিছুই তাঁর কেরিয়ারে ওই জনপ্রিয়তা দেয়নি।
আইকনিক টিভি শো রামায়ণে মা সীতার ভূমিকায় অভিনয় করার পর থেকেই ঘরোয়া নাম হয়ে উঠেছিলেন দীপিকা চিখালিয়া। শনিবার অযোধ্যায় রাম লালার মন্দির পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। আরও পড়ুন: স্পেন থেকে ‘বিকিনি ছবি’ অনন্যার, ‘আদিত্যকে খুঁজে পেয়েছি’, দাবি নেটিজেনের
রাম জন্মভূমি থেকে বেরিয়ে এসে ৫৩ বছর বয়সী দীপিকা বলেছেন, ‘আমি প্রথমবার অযোধ্যায় এসেছি। রাম লালাকে প্রণাম করার পর আমার নিজেকে ধন্য মনে হচ্ছে’। অভিনেত্রী আরও বলেছেন, ‘রামমন্দির নির্মাণ শেষ হলে এবং ভক্তদের জন্য মন্দির খুলে দিলে আমি আবার অযোধ্যায় আসব’।
![<p>শনিবার অযোধ্যায় রাম মন্দির পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া।</p> <p>শনিবার অযোধ্যায় রাম মন্দির পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া।</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/07/23/original/WhatsApp_Image_2023-07-23_at_10.03.39_AM_1690089996473.jpeg)
শনিবার অযোধ্যায় রাম মন্দির পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া।
রামমন্দির নির্মাণ কমিটির বৈঠক
রবিবার থেকে শুরু হওয়া কমিটির দু’দিনের বৈঠকে সভাপতিত্ব করতে শনিবার সন্ধ্যায় রাম জন্মভূমি নির্মাণ কমিটির চেয়ারম্যান অযোধ্যায় পৌঁছেছেন। বৈঠকে নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র রামমন্দির নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরাও বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকের সময়, ট্রাস্ট সদস্যরা সম্ভবত মন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি প্রতিষ্ঠা করার সম্ভাব্য তারিখগুলি নিয়ে আলোচনা করবেন।
ধীরে ধীরে সেজে উঠছে রাম মন্দির। জোরকদমে অযোধ্যায় চলছে নির্মাণকাজ। মন্দিরের প্রথম তলের নির্মাণকাজ চলছে। প্রস্তুতি প্রায় শেষ পর্বে। বিখ্যাত স্থপতি, ভাস্কর্যশিল্পী এবং আর্টিস্টরা সাজিয়ে তুলছেন রামলাল জন্মভূমির এই মন্দির। দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় নিয়ে আসা হয়েছে এই শিল্পীদের। রাজস্থান থেকে আনা গ্রানাইট পাথর ব্যবহার করা হচ্ছে ২.৭ একর জায়গা জুড়ে মন্দির নির্মাণের জন্য।
রাম মন্দির ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুত্ববাদী নীতির প্রতীক হয়ে উঠবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করবে। যতদিন যাচ্ছে রাম মন্দির ঘিরে ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষের কৌতুহল বাড়ছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে রাম মন্দিরে। আধ্যাত্মিক গুরু থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিদেরই আমন্ত্রণ জানানো হবে।
For all the latest entertainment News Click Here