অমৃতাকে অভিনয় ছাড়ার পরামর্শ দিয়েছিলেন হবু স্বামী আনমোল! কারণ জানলে চমকে উঠবেন
‘বিবাহ’ সিনেমার সেই মিষ্টি অভিনেত্রী অমৃতা রাওকে মনে আছে? বিয়ের পর আচমকা বলিউডের সিলভার স্ক্রিন থেকে হারিয়ে যান তিনি। কিন্তু জানেন কী, বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে অভিনয় ছাড়তে বলেছিলেন তাঁর হবু স্বামী! বিয়ের আগে হবু স্ত্রী-এর কাছে এই প্রস্তাব রেখেছিলেন আরজে আনমোল।
এক সাক্ষাৎকারে অমৃতা জানিয়েছেন, তাঁদের বিয়ের আগেই আরজে অনমোল তাঁকে অভিনয় ছাড়ার কথা বলেছিল। বিয়ের পর সংসারে মন দেওয়ার পরামর্শ দিয়েছিল। হবু স্বামীর মুখে কেরিয়ার ছাড়ার কথা শুনে বড়সড় ধাক্কা খেয়েছিলেন তিনি। নায়িকার কথায়, পরে নাকি নিজের ভুল বুঝতে পেরেছিলেন আনমোল। নিজের সিদ্ধান্তকে তাঁর উপর চাপিয়ে দেওয়ার জন্য অমৃতার কাছে ক্ষমাও চান।
অভিনেত্রীর কথায়, একাধিক বড় বড় ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি। কারণ সিনেমায় চুমু খেতে হবে বলে কাজের অফার ফিরিয়ে দিয়েছিলেন। অমৃতার দাবি, এই বিষয়টা কথা বুঝতে পেরেই নাকি অভিনয় ছেড়ে ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে বলেছিলেন অনমোল। ‘নীল অ্যান্ড নিকি’ আর ‘বচনা হে হাসিনো’-র অফার এসেছিল তাঁর কাছে। তিনি যশরাজের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু তাঁর বাধোবাধো লেগেছিল তাঁর পর্দায় ঘনিষ্ঠ হওয়া নিয়ে।
যদিও ঘটনার দিন দুয়েকের মধ্যেই নাকি নিজের ভুল বুঝতে পেরেছিলেন আনমোল। এ বিষয় অভিনেত্রীর কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। শেষ বার অমৃতাকে দেখা গিয়েছে ২০১৯-এ ‘ঠাকরে’ ছবিতে।
২০০৯ সাল থেকে একে অপরকে ডেট করতেন অমৃতা এবং আনমোল। ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান বীর-এর জন্ম হয়।
For all the latest entertainment News Click Here