অমিতাভ-জয়ার বিয়ের সুবর্ণ জয়ন্তী, মা-বাবার সফল বিবাহ জীবনের রহস্য ফাঁস শ্বেতার
অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন তাঁদের বিয়ের ৫০ বছর পার করে ফেললেন। বলিউডের অন্যতম রিল এবং রিয়েল লাইফের হিট জুটির আজ ৫০ তম বিবাহবার্ষিকী। তাঁরা ১৯৭৩ সালের ৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মা বাবার বিয়ের দিন তাঁদের একটি অদেখা ছবি পোস্ট করলেন শ্বেতা। এবং একই সঙ্গে জানালেন একসঙ্গে এই দীর্ঘ পথ চলার নেপথ্যের কারণ।
অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের একটি অদেখা ছবি পোস্ট করেন বিগ বি কন্যা। শ্বেতা এদিন। বাবা মাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হ্যাপি ৫০ বাবা মা। তোমরা এখন থেকে গোল্ডেন হলে।’ এই পোস্টের সঙ্গে তিনি জানান বলিউডের শাহেনশাহ এবং তাঁর সহধর্মিণীর এই দীর্ঘ বিবাহ জীবনের নেপথ্যে আছে কোন কারণ। তাঁর কথা অনুযায়ী, ‘ আমি একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, এতদিন বিয়ে টিকিয়ে রাখার গোপন রহস্য কী? উত্তরে মা বলেছিল ভালোবাসা। আর বাবা? তাঁর উত্তর ছিল বউ যা বলে তাই ঠিক। এটাই বিয়ে টিকিয়ে রাখার মূল মন্ত্র।’
শ্বেতা এদিন যে ছবিটা শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একে অন্যের চোখে ডুবে রয়েছেন অমিতাভ এবং জয়া। জয়ার পরনে একটি শাড়ি। আর অমিতাভ সেই পুরনো দিনের স্টাইলে ঢলা প্যান্ট এবং প্রিন্টেড শার্ট পরে আছেন। এই সাদা কালো ছবিতে তাঁদের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
কেবল অফস্ক্রিন নয়, বিগ বি আর জয়ার অনস্ক্রিন কেমিস্ট্রিও সবার ভীষণ পছন্দের ছিল। তাঁরা একসঙ্গে বহু ছবি করেছেন। ১৯৭১ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবিতে কাজ করতে গিয়ে তাঁরা একে অন্যের প্রেমে পড়েন। তারপরের বছরই তাঁরা আবার একসঙ্গে এক নজর ছবিটি করেন। সেখানে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। এরপরই তাঁরা ১৯৭৩ সালে বিয়ে করেন।
জয়া এবং অমিতাভের দুই সন্তান। অভিষেক এবং শ্বেতা। অভিষেক বাবা মায়ের পথ অনুসরণ করে সিনেমা জগতে এলেও শ্বেতা সেটা করেননি।
For all the latest entertainment News Click Here