অমিতাভের বদলে রবার্ট ডি নিরো! ‘শোলে’র হলিউডি কাস্টিং দেখাল AI
চিত্রপরিচালক রাম গোপাল ভার্মা সদ্যই ‘শোলে’ ছবিটির একটি ভাইরাল AI ভার্সন শেয়ার করেছেন। আর সেখানেই ধরা পড়েছে যদি এই কালজয়ী সিনেমাটি ভারতের বদলে বা বলা ভালো বলিউডের বদলে যদি হলিউডে তৈরি হতো তাহলে কেমন হতো? অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনীর জায়গায় কারা থাকতেন সেখানে? কোন কোন অভিনেতাকে কোন চরিত্রে দেখা যেত? কেই বা হতেন গব্বর? সবটাই AI করে দেখিয়ে দিল। আজকাল AI-এর রমরমা, সবই যেন AI দিয়ে করে দেখিয়ে দেওয়া যায়! তাহলে আর শোলেই বা বাদ যাবে কেন?
ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে রবার্ট ডি নিরো হতেন জয়, অর্থাৎ যে চরিত্রটি অমিতাভ বচ্চন করেছেন। ধর্মেন্দ্রর ভিরুর চরিত্রে আল পাসিনোকে দেখা যেত। তবে বসন্তী হয়ে নজর কাড়তেন কিন্তু জুলিয়া রবার্টস। গব্বর হিসেবে এখানে AI জ্যাক নিকলসনকে ভেবেছে। আর ঠাকুরের চরিত্রে দেখা গেল কেভিন স্পেসিকে।
রাম গোপাল ভার্মা এই মজার ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘যদি রবার্ট ডি নিরো অমিতাভের জায়গায় করতেন, আল পাসিনো ধর্মেন্দ্রর চরিত্রে, জুলিয়া রবার্টসকে যদি হেমা মালিনীর জায়গায়, কেভিন স্পেসিকে সঞ্জীব কুমার আর জ্যাক নিকলসনকে গব্বরের চরিত্রে দেখা গেলে কেমন হতো? AI সত্যিই সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে।’
কেবল চিত্রপরিচালক নন, সাধারণ মানুষও এই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘জুলিয়া রবার্টসকে বেশ মিষ্টি লাগছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘একদম ঠিকঠাক কাস্টিং হতো।’
প্রসঙ্গত শোলে ছবিটি ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী অভিনীত এই ছবি ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। আজও সমান জনপ্রিয় এই ছবি।
For all the latest entertainment News Click Here