অমিতাভের পাশে সলজ্জ মুখে বসে জয়া, বিশেষ দিনে পুরনো ছবি ফাঁস অভিষেকের
শনিবার অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের বিয়ের ৫০ বছর পূরণ হল। বাবা-মায়ের বিয়ের বর্ষপূরতি উপলক্ষ্যে শ্বেতা বচ্চন তো আগেই শুভেচ্ছা জানিয়েছিল। এদিন বেলায় অভিষেকও বাবা মায়ের একটা অদেখা ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানান। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন জুনিয়র বচ্চন।
অভিষেকের পোস্ট করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ এবং জয়া দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। পরের ছবিটি বিগ বি আর তাঁর সহধর্মিণীর অল্প বয়সের ছবি। সেখানে জয়ার কাঁধে মাথা রেখে আছেন অমিতাভ। আর তাঁর পাশেই সলজ্জ মুখে বসে আছেন জয়া। জয়ার পরনে একটি গোলাপি রঙের শাড়ি। আর বিগ বির পরনে নীল শার্ট এবং কালো প্যান্ট। অভিষেক এদিন যে একাধিক ছবি পোস্ট করেছিলেন সেটার শেষ ছবিটি আদতে জয়া এবং অমিতাভের বিয়ের ছবি। তাঁদের দুজনের পরনেই বিয়ের সাজ। হাতে জলের গ্লাস ধরা।
অতীতের একাধিক সোনালি মুহূর্তের ছবি পোস্ট করে অভিষেক লেখেন, ‘ওদের অনেকগুলো সুবর্ণ জয়ন্তীর মধ্যে আরও একটি যোগ হল। কিন্তু এটা সব থেকে বিশেষ। শুভ বিবাহবার্ষিকী মা বাবা।’ ছেলের পোস্টে কমেন্ট করেন অমিতাভ। তিনি সস্নেহে তাঁকে উত্তর দিয়ে লেখেন ‘অনেক ভালোবাসা নিও।’
কাজল, ফারদিন খান অভিষেকের এই পোস্টে কমেন্ট করেন। রকুলপ্রীত সিং লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী স্যার। আপনারা খুব ভালো থাকুন।’ সোনু সুদ, জেনেলিয়া ডিসুজা, ইশা দেওল, রীতেশ দেশমুখ, প্রমুখও তাঁদের শুভেচ্ছা জানান।
শনিবার অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের একটি অদেখা ছবি পোস্ট করেন বিগ বি কন্যা। শ্বেতা এদিন। বাবা মাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হ্যাপি ৫০ বাবা মা। তোমরা এখন থেকে গোল্ডেন হলে।’ এই পোস্টের সঙ্গে তিনি জানান বলিউডের শাহেনশাহ এবং তাঁর সহধর্মিণীর এই দীর্ঘ বিবাহ জীবনের নেপথ্যে আছে কোন কারণ। তাঁর কথা অনুযায়ী, ‘আমি একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, এতদিন বিয়ে টিকিয়ে রাখার গোপন রহস্য কী? উত্তরে মা বলেছিল ভালোবাসা। আর বাবা? তাঁর উত্তর ছিল বউ যা বলে তাই ঠিক। এটাই বিয়ে টিকিয়ে রাখার মূল মন্ত্র।’
শ্বেতা এদিন যে ছবিটা শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একে অন্যের চোখে ডুবে রয়েছেন অমিতাভ এবং জয়া। জয়ার পরনে একটি শাড়ি। আর অমিতাভ সেই পুরনো দিনের স্টাইলে ঢলা প্যান্ট এবং প্রিন্টেড শার্ট পরে আছেন। এই সাদা কালো ছবিতে তাঁদের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
For all the latest entertainment News Click Here