অমিতাভের চরম অর্থনৈতিক দুরবস্থায় পাশে ছিলেন অভিষেক, মাঝপথেই ছেড়েছিলেন পড়াশোনা!
মার্কিন মুলুকের বস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন অভিষেক বচ্চন। অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন ‘জুনিয়র বচ্চন’। সেইসময়ে ব্যবসায় কিছু ভুল চাল ছেলে প্রায় কর্পদকশূন্য অবস্থায় পৌঁছেছিলেন তাঁর বাবা তথা বলি-তারকা অমিতাভ বচ্চন। পরিবারের ওই কঠিন সময়ে বাবা-মায়ের পাশে দাঁড়াবেন বলে সব কিছু ছেড়েছুড়ে মুম্বইয়ে নিজের বাড়িতে হাজির হয়েছিলেন তিনি।
‘দ্য রণবীর সিং পডকাস্ট’-য়ে হাজির হয়ে অভিষেক জানিয়েছিলেন বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করাকালীন তাঁর পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই তলানিতে ঠেকেছিল যে রাতের খাবারটুকু পর্যন্ত জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন অমিতাভ বচ্চন! শেষপর্যন্ত এই দোষ হয় যে নিজের কর্মচারীদের থেকে টাকা ধার করে খাবার কিনতেন ‘বিগ বি’!
এহেন পরিস্থিতিতে নিজের পরিবারের পাশে দাঁড়ানোটাই শ্রেয় মনে করেন অভিষেক। বলি-তারকার কথায়, ‘যেখানে আমার বাবা একবেলা খাবারের সংস্থান করতে হিমশিম খাচ্ছেন সেখানে কী করে বোস্টন ইউনিভার্সিটিতে বসে থাকব আমি। মনে মনে ঠিক করে নিয়েছিলাম সন্তান হিসেবে আর কিছু না পারি এই সময়ে ওঁর পাশে দাঁড়িয়ে অন্তত মনের জোরটুকু তো বাড়াতে পারি। তাইই করেছিলাম। বাবাকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। আমার এই সিদ্ধান্ত যে ওঁর হৃদয় ছুঁয়ে গেছিল তা টের পেয়েছিলাম। দেরি না করে ফিরে এসেছিলাম বাড়িতে’।
অন্যদিকে নিজের সেই কঠিন সময়ের কথা সম্প্রতি কেবিসি-তে ফাঁস করেছেন অমিতাভ নিজেও। জানিয়েছেন অর্থনৈতিকভাবে দারুণ বিপদে পড়েছিলেন তিনি। ছবিতেও আর কাজ পাচ্ছিলেন না। সেই সময়ে ছোটপর্দায় এই ‘কেবিসি’ সঞ্চালনা করার প্রস্তাব আসে তাঁর কাছে। সামান্য ভাবনাচিন্তা করেই রাজি হয়ে যান ‘বিগ বি’। বাকিটা ইতিহাস।
For all the latest entertainment News Click Here