অমিতাভকে ‘ঠকিয়ে’ টাকা নিয়ে নিল টুইটার? ইলন মাস্কের নামে কী অভিযোগ বিগ বি-র
টুইটার সিইও ইলন মাস্কের জন্য একটি বার্তা শেয়ার করেলেন অভিনেত্রী সেলিনা জেটলি। এবং অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিক গায়েব করার জন্য একরকম ক্লাসই নিলেন তিনি টুইটার সিইও-র। সম্প্রতি টুইটার সেই অ্যাকাউন্টগুলির নীল টিক ফিরিয়ে দিয়েছে যাদের ফলোয়ার্সের সংখ্যা ১ লাখের বেশি। সেলিনা প্রশ্ন তুললেন, সেক্ষেত্রে অমিতাভের ফলোয়ার্সের সংখ্যা
সোমবার টুইটারে গিয়ে সেলিনা লিখলেন, ‘প্রিয় মিস্টার @ইলন মাস্ক আপনার একজন প্রশংসক হিসেবে যথাযথ সম্মান রেখেই একটা ব্যাপারের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশ্বব্যপী আইকন অমিতাভ বচ্চন আপনার প্ল্যাটফর্ম টুইটারকে অসাধারণ বিশ্বাসযোগ্যতা দিয়েছে। তাঁর মতো অবিশ্বাস্য আইকনরাই টুইটারকে আজকের জায়গায় নিয়ে গিয়েছে।’
‘১১৪ ইউরো নেওয়ার এই নীতি আমার মনে হয় আরও নান্দনিকভাবেও করা যেত। হতে পারে আপনার ব্র্যান্ড এবং বিপণন দল একটি নতুন যাচাইকরণ রঙ নিয়ে এল যা মিস্টার অমিতাভ বচ্চন এবং তাঁর মতো খাঁটি মানুষদের জন্য। অতিরিক্ত অর্থ নিয়ে নয়। আমরা যারা টুইটারে প্রথম থেকে আছি, তাদের ভূমিকা অনেক। আশা করি আপনি এই প্রতিক্রিয়াটি বিবেচনা করবেন.. আমিই সেলিনা জেটলি।…’, আরও লেখেন তিনি।
এরপর সেলিনার টুইট রি টুইট করে অমিতাভ পরে লেখেন, ‘আমি আপনাকে ব্লু টিকের জন্য অর্থ প্রদান করেছি। আর আপনি এখন বলছেন ১ মিলিয়ান ফলোয়ার্স থাকলে আর অর্থ দিতে হবে না! আমি তো ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছি। এখন কী করব?’
২১ তারিখ দেখা যায় বহু তারকা তাঁদের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক হারিয়েছেন। সেলেবদের আসল অ্যাকাউন্ট চিহ্নিতকরণের জন্য ২০০৯ সাল থেকে এটি শুরু হয়েছিল। তবে এখন যারা এই নীল টিক মার্কটি পেতে চান বা অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ পরিচিতি দিতে চান তাঁদের মাসিক সাবস্ক্রিপশন নিতে হবে। পরে সামনে আসে ১ মিলিয়ান ফলোয়ার্স থাকলে আর লাগবে না টাকা দিতে।
সেই সময় অমিতাভ টুইট করেছিলেন, ‘এ টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও। যাতে মানুষ বুঝতে পারে আমিই অমিতাভ বচ্চন। হাত তো জুড়েই নিয়েছি আমি। এবার কি পা-ও জুড়তে হবে?’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here