অমিতাভকে আস্ত ‘শয়তান’ ভাবতেন করিনা! কীভাবে বদলেছিল সেই ধারণা? জানালেন খোদ বিগ বি
অমিতাভ বচ্চনকে আস্ত ‘শয়তান’ ভাবতেন করিনা কাপুর। আর ধারণাটা যে পাকাপোক্তভাবেই তাঁর মনে গেঁথে গেছিল তা ফাঁস করেছিলেন খোদ অমিতাভ। অবশ্য এরপর বলি-সুন্দরীর সেই ধারণা কীভাবে বদলায় তাও জানিয়েছিলেন ‘বিগ বি’।
তখন ‘পুকার’ ছবির শ্যুটিং চলছে গোয়াতে। শ্যুটিংয়ের একটি দৃশ্যে তখন রণধীর কাপুরকে বেদম পিটছেন অমিতাভ। সেটে তখন উপস্থিত ছোট্ট করিনা। বাবাকে অমিতাভের হাতে ওরকম মার খেতে দেখে ‘বিগ বি’-র ওপর শুধু রাগ নয়, বরং তাঁকে ‘শয়তান’ ভেবে বসেছিলেন তিনি। তাই তো শটের মাঝে বিরতিতে অমিতাভের হাত থেকে বাঁচানোর জন্য রণধীর কাপুরকে দু’হাতে জড়িয়ে ধরে আগলে রেখেছিলেন ‘বেবো’।
অমিতাভ তাঁর ব্লগে এ প্রসঙ্গে লেখেন যে ‘পুকার’ এ তাঁর ও রণধীর কাপুরের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি ছোট্ট ‘বেবো’। এতটাই সহজ ও সরল ছিল যে সেটের মধ্যে ঢুকে পড়ে দু’হাতে তাঁর বাবাকে জড়িয়ে ধরে রাখত। অনেকটা অমিতাভের হাত থেকে বাবাকে রক্ষা করার জন্য। সঙ্গে ঝরঝরিয়ে কেঁদেও ফেলেছিল। গোটা ব্যাপারটা লক্ষ্য করেছিলেন তিনি। কীভাবে তাঁর প্রতি ‘বেবো’-র মনোভাব বদলানো যায় তার তক্কে ছিলেন ‘শাহেনশাহ’। শেষপর্যন্ত সুযোগ এল।
গোয়ার সমুদ্র সৈকতে খেলতে খেলতে পায়ে চোট পেয়েছিলেন করিনা। সবার আগে ছুটে গেছিলেন অমিতাভ। নিজের হাতে করিনার পা ধুইয়ে, ওষুধ লাগিয়ে দিয়েছিলেন। ‘এরপর মনে হয় করিনা বুঝেছিল যতটা শয়তান আমাকে ও মনে করছিল, ততটাও আমি নই!’ মজা করে জানিয়েছিলেন অমিতাভ। ২০১৯ সালে ইনস্টাগ্রামে ছোট্ট করিনার সঙ্গে ‘পুকার’ ছবির সেট থেকে ছোট্ট করিনার সঙ্গে নিজের একটি সাদা-কালো ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। সেখানে করিনার পায়ে চোট লাগার কথা এবং তাঁকে শুশ্রূষা করার ঘটনার কথাও উল্লেখ করেছিলেন বলি-তারকা।
For all the latest entertainment News Click Here