অভিষেক ম্যাচেই দুর্দান্ত মানসিকতা, বাংলার ছেলের খেলায় মুগ্ধ প্রাক্তন বোলার
অভিষেক ম্যাচেই বিপক্ষ দলগুলির রাতের ঘুম কেড়ে নিয়েছেন অভিষেক পোড়েল। ১১ বলে ২০ রান করে রশিদ খানের বলে আউট হয়ে যান তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। দিল্লির তরুণ এই ব্যাটারের ইনিংস দেখে অনেকেই প্রশংসা করেছেন। তিনি যে লম্বা রেসের ঘোরা তা অনেকের মুখেই শোনা গেল।
ঘরোয়া মরশুমে বাংলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন অভিষেক। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ছিটকে যাওয়ায় দিল্লির হয়ে কাকে উইকেটের পিছনে দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। আসরে নেমেও পড়ে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে ট্রায়াল দিতে আসেন অভিষেক। তখনই আন্দাজ করা গিয়েছিল, পন্তের জায়গায় পোড়েলকে দেখা যেতে চলেছে।
সময় যত গড়িয়েছে, সম্ভাবনা ততই বাড়তে থাকে। অবশেষে টুর্নামেন্ট শুরু হওয়ার হাতে গোনা কয়েকদিন আগেই সরকারি ভাবে দলের তরফ থেকে পোড়েলকে নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। অবশ্য় প্রথম ম্যাচে তিনি খেলতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে সুযোগ পান তিনি। নিজের প্রথম আইপিএল ম্যাচেই বিপক্ষ দলগুলির ঘুম কেড়ে নিতে সক্ষম হয়েছে চন্দননগরের ছেলে।
বাংলার এই তরুণ ক্রিকেটারের প্রশংসা করেছেন দিল্লি ক্য়াপিটালস দলের সহকারী কোচ অজিত আগারকর। ভারতীয় দলের এই প্রাক্তন পেসার বলেন, ‘কোনও ক্রিকেটারের পরিবর্ত হিসাবে দলে নেওয়া তাও আবার ঋষভ পন্তের মতো ক্রিকেটারের ক্ষেত্রে তা বেশ কঠিন কাজ। দলে যে সব ক্রিকেটার রয়েছে, তাদের মধ্যে থেকে দেখে নিতে হয়। কিন্তু আমাদের দলে সেই রকম কেউ ছিল না। যখন আমরা অভিষেককে দলে নিলাম তখনও আমরা ধ্বন্দে ছিলাম। কিন্তু ও দিনের শেষে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।’
আগারকর আরও বলেছেন, ‘সবে মাত্র শুরু হয়েছে। গোটা টুর্নামেন্ট পড়ে রয়েছে। আশা করছি, ও প্রথম ম্যাচে যেভাবে খেলল, পরের ম্যাচগুলিতে সুযোগ পেলে আরও ভালো খেলবে। এরাই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। তরুণদের সানের দিকে আরও এগিয়ে দিতে হবে। তাহলেই ওরা বুঝতে পারবে কোথায় ভুল হচ্ছে। এটাই সেই মঞ্চ, ভুল থেকে শিক্ষা নেওয়া যায়।’
পরপর দুই ম্যাচেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। দলের এই ফলাফলে মোটেই খুশি নন আগারকর। দিল্লির সহকারী কোচ বলেন, ‘আমি একেবারেই মনে করি না আমরা ভালো ব্যাট করেছি। টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার কিছুটা রান করেছে। পৃথ্বী শ এবং মিচেল মার্শ তেমন কিছু করতে পারেনি। সরফরাজ খানও অনেকটা বল নিয়ে নিয়েছে। ফলে সেখানেই ম্যাচ ঘুরে গিয়েছে। তাহলে আমরা কেন একজন বা দুইজনকে দোষারোপ করব। কেউ আমরা ভালো খেলিনি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )
For all the latest Sports News Click Here