অভিষেক মারা যেতেই বদলে গেল ‘খড়কুটো’র টাইম স্লট, এখন থেকে নতুন সময়ে গুনগুনরা
স্টার জলসার দুই জনপ্রিয় মেগা ‘খড়কুটো’ ও ‘মোহর’-এ দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে। অভিষেকের মৃত্যুর পরেই শেষ হয়ে গেল ‘মোহর’। শেষ দিনের শ্যুটে অভিষেকের ছবি সামনে রেখে কেক কাটতে দেখা গেল গোটা টিমকে। আর তারপরই স্টার জলসা চ্যানেলের পক্ষ থেকে অভিষেকের অপর ধারাবাহিক ‘খড়কুটো’র সময় পরিবর্তন করার ঘোষণা করতে দেখা গেল!
পড়তি TRP-র কারণে বহুদিন আগেই রাতের স্লট ছেড়ে দুপুরে চলে এসেছিল গুনগুনের পরিবার। তবে ‘মোহর’ শেষ হয়ে যাওয়ায় রদবদল আসতে চলেছে। এতদিন দুপুর আড়েইটেয় দেখা যেত ‘খড়কুটো’। এবার তা চলে এল ২টোয়, ‘মোহর’-এর জায়গায়। খুব সম্ভবত এই ধারাবাহিকটিও জলদি বন্ধ করে দেবে চ্যানেল। ৪ এপ্রিল সোমবার থেকে নতুন সময়ে আসবে গুনগুনরা।
অভিষেক মারা যাওয়ার পর দর্শকেদর অনেকেই অনুরোধ করেছিলেন, যাতে দুই মেগাতেই অভিষেকের জায়গায় আর কাউকে না আনা হয়। ‘মোহর’ শেষ হয়ে যাওয়ায় সেই সুযোগ নেই। ‘খড়কুটো’র কী হবে। ধারাবাহিকের লেখিকা জানিয়েছেন, ধারাবাহিকে এমনভাবেই আগামিদিনে গল্পের চিত্রনাট্য সাজানো হবে যাতে এই চরিত্রের উপস্থিতি থাকবে না। গুনগুনের ‘ড্যাডি’ ডাঃ কৌশিক বসুকে তাই আর দেখা যাবে না।
মৃত্যুর কয়েকঘন্টা আগেও শ্যুটিং সেটেই ছিলেন অভিষেক। শেষ শ্যুটিং-এ তাঁর সঙ্গী ছিলেন পত্নী সংযুক্তা। স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে একসঙ্গে শেষবার দেখা গিয়েছে তাঁদের। তার আগেরদিন ‘খড়কুটো’র শ্যুটিং করেছিলেন। কাজ-পাগল লোকটা কাজ করতে করতেই চলে গেল পরিবার আর ভক্তদের ছেড়ে।
For all the latest entertainment News Click Here