অভিষেক অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁর দিকে, এত দিন বাদে তাঁকে কিছু বললেন প্রসেনজিৎ
বৃহস্পতিবার সকালেই খবর আসে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। তার পর থেকেই অনেকে প্রশ্ন তুলতে থাকেন, কেন দীর্ঘ দিন বাংলা ছবির জগত থেকে বাদ পড়েছিলেন তিনি? আর তাতেই Viral হয়ে যায় একটি সাক্ষাৎকার। সেখানে অভিষেক বলছেন, ইন্ডাস্ট্রির ‘টপ নায়ক’ আর ‘টপ নায়িকা’র ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। তাই বাদ পড়তে হয় একের পর এক ছবি থেকে। নাম না করে তিনি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন, তা অনেকের কাছেই পরিষ্কার।
এই অভিযোগ নিয়ে এর আগেও অনেক বার চর্চা হয়েছে। কিন্তু কখনও এই অভিযোগ প্রসঙ্গে কিছু বলেননি প্রসেনজিৎ। পুরোপুরি চুপ থেকেছেন তিনি। বৃহস্পতিবার সকালেওযখন সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়, প্রসেনজিৎ বলেন, ‘আপনাদের যা মনে হয় লিখুন। আজ আর কিছু বলার মতো মন নেই।’ অন্য এক সংবাদমাধ্যমকে বলেন, ‘এই প্রথম বলছি, এই মৃত্যুর প্রতিক্রিয়া আমি দিতে পারব না।’
তবে বিকেলে তিনি সত্যি কিছু বললেন। এত বছর পেরিয়ে এসে অভিষেককে নিয়ে মুখ খুললেন তাঁর এক সময়কার নিকটতম বন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বিকেল পাঁচটার একটু আগে অভিষেককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন প্রসেনজিৎ। কী লিখলেন সেখানে?
লিখলেন, ‘বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব… at a loss for words.’
এখানেই শেষ নয়, এর পরে জুড়ে দেন, ‘তোর বিকল্প হবে না কোনোদিন। ভালো থাকিস রে বন্ধু।’
ঝগড়ার পরে বহু দিন দু’জনের কোনও সম্পর্ক ছিল না। সেই সম্পর্ক আর আগের মতো হল না। অভিষেক যখন অনেক দূরে চলে গিয়েছেন, তখন পুরনো ‘বন্ধু’কে নিয়ে ফের কিছু বললেন প্রসেনজিৎ।
For all the latest entertainment News Click Here