অভিষেকের সঙ্গে সেলফি তুলতে যাওয়া ভক্তদের উপর খচে লাল জয়া, কষে লাগালেন ধমক
Angry Jaya Bachchan: ধরুন আপনি কখনো রাস্তায় জয়া বচ্চনকে দেখলেন, একটা কাজ ভুলেও করবেন না। আর তা হল এই বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলা। তাহলেই আপনার কপালে আছে অশেষ দুর্ভোগ। কারণ জয়া একেবারেই পছন্দ করেন না যে কেউ তাঁর ছবি তুলুক, তা সে মিডিয়া হোক বা অনুরাগী।
দশমীর দিন ভূপালের এক কালী মন্দিরে ছেলে অভিষেককে নিয়ে গিয়েছিলেন জয়া বচ্চন। আর সেখানে জড়ো হওয়া ভক্তদের ফের মেজাজ দেখালেন অমিতাভ-পত্নীষ সেলফির জন্য অভিষেককে ছেঁকে ধরে কিছু ভক্ত। যা একদমই পছন্দ হয়নি জয়ার। ফলে কষে লাগিয়েছেন ধমক। শুধু তাই নয়, একটু রুক্ষ্মভাবেই তাঁদের চলে যেতে বলেন। নির্দেশ দেন যাতে কেউ আর ফোটো না তোলে। সবুজ রঙের স্যুট পরে পুজো দিতে এসেছিলেন তিনি।
ভাববেন না এখানেই শেষ! ভূপাল থেকে ফেরার পথে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের উপরেও চিৎকার করেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্যামেরাপার্সনরা তাঁকে দেখে তাঁর নাম ধরে ডাকতে শুরু করে। আর তাতে রেগে গিয়ে জয়া বলে ওঠেন, ‘এখানে কী করছ তোমরা।’ এরপর বলেন, ‘বাড়াবাড়ি একেবারে’! দেখা যায় মাকে শান্ত করার চেষ্টা করে চলেছেন অভিষেক।
আপাতত রুপোলি পরদা থেকে দূরেই আছেন জয়া। শেষ জয়া কেমিও করেছিলেন অর্জুন আর কিয়ারার ‘কি অ্যান্ড কা’ ছবিতে। এখন মন দিয়েছেন নিজের রাজনৈতিক কেরিয়ারে। তবে খুব জলদি ফিরছেন, তাও আবার করণ জোহরের পরিচালক হিসেবে কামব্যাক প্রোজেক্ট ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। যাতে মুখ্য চরিত্রে আছে আলিয়া ভাট আর রণবীর সিং।
For all the latest entertainment News Click Here