অভিষেকের মৃত্যুতে কাঁদছে বিনোদন জগত, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
২০২২-র শুরু থেকেই যেন এক করাল গ্রাস নেমে এসেছে বিনোদন জগতে। একের পর এক তারকার মৃত্যু অস্থির করছে সকলকে। অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু এক বড় আঘাত। বুধবার রাতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সকালেই তিনি সেটে গিয়েছিলেন। গত কয়েকদিন ধরে পায়ের শিরায় টান ধরার সমস্যা ছিল, তবে গতকাল সেটেই খুব অসুস্থ হয়ে পড়েন। চ্যানেল থেকেই তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বমিও করেন তারপর বেশ কয়েকবার। কিন্তু তাও হাসপাতালে যেতে চাননি। মাত্র ৫৮ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন।
অভিষেকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন–
‘বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতকাল গভীর রাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৫৮ বছর।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি পথভোলা, সুরের আকাশে, পাপী, শেষ প্রতীক্ষা, সীমান্ত পেরিয়ে, রাত্রি শেষের তারা, আলো ইত্যাদি। এছাড়া টাপুর টুপুর, চোখের তারা তুই, ফাগুন বৌ-সহ বহু জনপ্রিয় টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। ইদানীং ‘খড়কুটো’ ও ‘মোহর’ টিভি সিরিয়ালে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে।
পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে।
তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক শূন্যতার সৃষ্টি হল।
আমি অভিষেক চট্টোপাধ্যায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
মমতা তাঁর টুইটে লেখেন, ‘এত অল্প বয়সে অভিষেকের মৃত্যুত গভীরভাবে শোকাহত। অভিষেক ছিলেন একজন গুণী ও বহুমুখী প্রতিভা। আমার ওকে মিস করব। এটি টিভি সিরিয়াল ও সিনেমার জগতে এক অপূরণীয় ক্ষতি। ওঁর পরিবার আর বন্ধুদের জন্য আমার সমবেদনা রইল।’
For all the latest entertainment News Click Here