অভিষেকের মাত্র ১০ মিনিট আগে জানতে পেরেছিলেন তিনি খেলছেন! জানালেন দ্রাবিড়
শুভব্রত মুখার্জি: ১৯৯৬ সালে একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের। সেই ম্যাচটি দুই তরুণের কাছেই স্মরণীয় হয়ে রয়েছে। সৌরভ সেই ম্যাচে শতরান করলেও মাত্র পাঁচ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল দ্রাবিড়ের। তবে অভিষেক ম্যাচ খেলার মাত্র ১০ মিনিট আগে নাকি রাহুল দ্রাবিড় জানতে পেরেছিলেন তিনি খেলছেন! একথাই জানালেন বর্তমানে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন: ভিডিয়ো: সুপারম্যান শ্রেয়স, বাইন্ডারি লাইনে মাথা খাটিয়ে ছক্কা বাঁচালেন আইয়ার
১৯৯৬ সালের ২২ জুন লর্ডস টেস্টে টস হয়ার মাত্র ১০ মিনিট আগে রাহুল দ্রাবিড় জানতে পেরেছিলেন যে তিনি খেলছেন! বর্তমানে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন ওই পাঁচ দিনের প্রতি মুহূর্ত তার মনে রয়েছে। অভিনব বিন্দ্রার পডকাস্ট শো ‘ইন দ্যা জোনে’ দ্রাবিড় জানিয়েছেন ‘আমার কেরিয়ারের অধিকাংশ অংশটাই আমার মনে নেই। তবে টেস্ট অভিষেকটা আমার স্পষ্ট মনে রয়েছে। মনে হয় যেন এই তো সেদিন হল। ভারতীয় সিনিয়র দলের হয়ে টেস্ট খেলার সুযোগ পাওয়াটা বিরাট ব্যাপার। এই ঘটনাটা এখনও আমার মনে পড়ে। আমি স্মৃতিচারণ করতে পারি সেই ঘটনার।’
দ্রাবিড় আরও যোগ করেন ‘টস হওয়ার ১০ মিনিট আগে আজহারউদ্দিন আমাকে বলেছিল যে আমি খেলছি। কারণ মঞ্জরেকর ফিটনেস টেস্টে ফেল করেছে। সেই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। ওই অনুভূতিটা কিছুটা নার্ভাসনেস এবং কিছুটা প্যানিক মেশানো ছিল। খুব আনন্দও হচ্ছিল যে আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আমার কিছুটা সৌভাগ্যও ছিল ওই ম্যাচে আমরা টসে হারাতে প্রথমে ফিল্ডিং করেছিলাম। আমার সব মনে আছে। ব্যাট করতে নামা। প্রথম রান করা। যে শটটা খেলে পঞ্চাশ রান পূর্ণ করেছিলাম। নাসের হুসেনের আমার ক্যাচ ফেলে দেওয়া। ইনিংস যত এগিয়েছে তত আত্মবিশ্বাসী হয়েছি। তবে ৯৫ রানে আউট হওয়ার আফসোসটা রয়ে গিয়েছে।’
For all the latest Sports News Click Here