অভিষেকের প্রথম প্রেম কার সঙ্গে? নিজেই ছবি দিয়ে জানিয়েছিলেন, বিরাট হইচই হয় তখন
বৃহস্পতিবার কাকভোরে খবর আসে প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভরে যায় তাঁর নানা পুরনো খবরে। কেন দীর্ঘ দিন ধরে বিনোদন জগত থেকে দূরে থেকেছেন তিনি? কেন সিনেমায় নয়, ছোটপর্দায় ফিরলেন তিনি? এই সব নানা খবরের মতোই ছড়িয়ে পড়তে থাকে অভিষেকের ব্যক্তিগত জীবনের নানা অজানা কথাও।
কিন্তু অনেকেরই আগ্রহ আছে প্রয়াত অভিনেতার প্রেমের সম্পর্ক নিয়েও। কিন্তু জানেন কি, অভিষেকের প্রথম প্রেম কার সঙ্গে? সেকথা অভিনেতা নিজেই জানিয়েছিলেন একবার। শুধু জানাননি, তার সঙ্গে ছবিও দেন তিনি। তার পরেই বিরাট হইচই শুরু হয়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে তাঁর সঙ্গে যাঁকে দেখা গিয়েছিল, তিনিও আর এক নামজাদা ব্যক্তিত্ব।
দেখতে চান সেই ছবি? দেখে নিন তবে।
এই ছবি ফেসবুকে পোস্ট করে অভিষেক লেখেন, ‘Football always my first love’। হ্যাঁ, তাঁর প্রথম প্রেম ছিল ফুটবল। ফুটবল খেলতে এবং খেলা দেখতে অসম্ভব ভালোবাসতেন প্রয়াত অভিনেতা। সেকথা জানেন ঘনিষ্ঠরাও।
কিন্তু কোন খেলার ছবি এটি?
যত দূর জানা যায়, সিনেমার কলাকুশলী বনাম খেলোয়াড়দের মধ্যে একটি ফুটবল ম্যাচ হয়েছিল। মূলত ত্রাণ সংগ্রহের জন্যই এমন ম্যাচের আয়োজন করা হয়। সেই ম্যাচেরই ছবি এটি। এটিতে অভিষেকের বিপক্ষ দলের খেলোয়াড় হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর পাশে দেখা যায়।
পিছনে দূরে দেখা যায় অভিষেকের দলের খেলোয়াড় মিঠুন চক্রবর্তীকে। আর প্রতিপক্ষের শিবশঙ্কর পাল আর লক্ষীরতন শুক্লা।
তবে এই ম্যাচ ছাড়াও বহু বার ফুটবল খেলতে মাঠে নেমেছেন অভিষেক। ‘বালি প্রতিভা’র হয়ে খেলেছেন। ‘সেভেন সাইড’ ম্যাচেও খেলেছেন তিনি। স্কুল জীবন থেকেই ফুটবল আর ভলিবলের প্রতি ছিল তাঁর বিরাট আগ্রহ। সে কথাও বহু বার জানিয়েছিলেন অভিনেতা।
For all the latest entertainment News Click Here