অভিষেকেও সাতে ব্যাট করেছি- পরে নামার ব্যাখ্যা দিতে পুরনো স্মৃতিতে ডুবলেন রোহিত
প্রথম ওডিআই-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত জয় পেলেও, ভারতীয় ব্যাটিং নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পরবর্তী প্রজন্মই প্রশ্নের মুখে দাঁড়িয়ে। মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে বসে থাকে। রোহিত-কোহলিরা আগে না নেমে তরুণদের সুযোগ দিলেও, তারা নিরাশ করলেন। ওডিআই-এ ফের হতাশ করলেন সূর্যকুমার যাদব। ব্যর্থ হন হার্দিক পাণ্ডিয়াও।
এই ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নেমেছিন অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলিকে অবশ্য শেষ পর্যন্ত ব্যাট করতে নামতে হয়নি। ম্য়াচ জেতার পর ৭ নম্বরে ব্যাট করতে নামা নিয়ে রোহিত ডুব দেন পুরনো স্মৃতিতে।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর রোহিত প্রথম বার ৭ নম্বরে খেলেছিলেন। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে তিনি সেই স্মৃতি মনে করে বলেন, ‘যখন আমার ভারতের হয়ে অভিষেক হয়, তখন আমি ৭ নম্বরে ব্যাট করেছিলাম। ফের সেই ৭ নম্বরেই ব্যাট করলাম। আমি পুরানো দিনগুলোর কথা মনে পড়ে গেল।’
আরও পড়ুন: ১১৫ রান তাড়া করতে গিয়ে নড়ে গেল ভারতের ব্যাটিং, রোহিত-বিরাট পরবর্তীরা কি তৈরি নন?
২০০৭ সালের ২৩ আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচে রোহিতের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। যদিও তিনি সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। তবে তিন দিন পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিনটি ওডিআই-এর প্রথমটিতে ব্যাট করেছিলেন। ভারত সেই ম্যাচে চার উইকেটে হেরে গিয়েছিল। সেই সাতে ব্যাট করে নয় বলে আট রান করেছিলেন রোহিত। এর পর জ্যাক ক্যালিসের বলে আউট হয়ে যাম। রাহুল দ্রাবিড়, যিনি এখন দলের প্রধান কোচ, সেই সময়ে ভারতের অধিনায়ক ছিলেন এবং সেই ম্যাচে সচিন তেন্ডুলকর ৯৯ রানে রান আউট হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড 2024 T20 WC-এ নিজেদের জায়গা পাকা করে ফেলল
এদিন রোহিতরা কেন আগে ব্যাটিং করতে নামেননি, সেই ব্যাখ্যা দিতে গিয়ে রোহিত বলেন, ‘আমরা তরুণদের সুযোগ দিচ্ছিলাম এই ম্যাচে। সেই কারণেই ওদের আগে ব্যাট করতে পাঠানো হয়। আগামী দিনেও সুযোগ পেলে, এমনটা করা হবে। মাত্র ১১৫ রানের লক্ষ্য থাকায় জানতাম তরুণদের সুযোগ দেওয়া যাবে। আমার মনে হয় না এমন সুযোগ বার বার আসে। আমি ভারতের হয়ে অভিষেক ম্যাচে সাত নম্বরে খেলতে নেমেছিলাম।’
প্রথম ওডিআই-এর পর কেনসিংটনের পিচ নিয়ে উঠেছে প্রশ্ন। ম্যাচ শেষে রোহিত যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, ‘আমি বুঝতেই পারিনি পিচ এমন ব্যবহার করবে। দলের প্রয়োজন ছিল আগে বল করার। এই পিচে পেসার এবং স্পিনারদের জন্য অনেক কিছু ছিল। আমাদের বোলারেরা অল্প রানে আটকে রাখে ওদের।’
মুকেশ কুমারের বোলিংয়ের প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেন, ‘মুকেশ দুর্দান্ত বল করেছে। ওর যেমন গতি আছে, তেমন ও বল সুইং করতে পারে। ওর খেলা দেখে ভালো লাগছে। ঘরোয়া ক্রিকেটে ওকে খুব একটা দেখিনি। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের সঠিক জায়গায় বল করতে হবে এবং আমি মনে করি, আমাদের বোলাররা এদিন দুর্দান্ত কাজ করেছে। এবং তার পর ইশান ভালো ব্যাট করেছে।’
For all the latest Sports News Click Here