অভিষেকেই ১০১ মিটারের লম্বা ছক্কা মেরে আলোচনার কেন্দ্রে MI-এর ২২ বছরের তরুণ- ভিডিয়ো
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয়েছে নেহাল ওয়াধেরার। আর অভিষেক ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নজর কাড়েন নেহাল। ১৩ বলে ২১ রানের একটি সংক্ষিপ্ত কিন্তু চিত্তাকর্ষক ইনিংস খেলেন নেহাল। এর মধ্যে ২টি ছক্কা এবং ১টি চার রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স তখন ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল। সূর্যকুমার যাদব (১৫) আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার পর পর ব্যাট করতে এসেছিলেন নেহাল। ক্রিজে অল্প সময় থাকলেও, তিনি ব্যাট হাতে সকলকে মুগ্ধ করেছেন।
আরও পড়ুন: SRH-কে গুঁড়িয়ে প্রথম ভারতীয় হিসেবে T20-তে ৩০০ উইকেট নেওয়ার নজির যুজির
মুম্বইয়ের ইনিংসে ১৪তম ওভারে নেহাল ওয়াধেরা আক্রমণাত্মক মেজাজে স্পিনার কর্ণ শর্মার বলে পরপর ২টি ছক্কা হাঁকান। তার মধ্যে একটি অবিশ্বাস্য শট মারেন নেহাল। তিনি ১০১ মিটারের একটি লম্বা ছক্কা হাঁকান। ওভারের চতুর্থ ডেলিভারিটি কর্ণ অফ-স্টাম্পের বাইরে রেখেছিলেন। এবং ওয়াধেরা সেই বলে লম্বা শট হাঁকান। লং-অন বাউন্ডারির উপর দিয়ে বলটি স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে। এর আগের বলেও একটি ছক্কা হাঁকিয়েছিলেন নেহাল। কিন্তু ১০১ মিটার লম্বা ছক্কা হাঁকানোর পরের বলেই বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নেহাল ওয়াধেরা।
নেহাল ঘরোয়া ক্রিকেটে সবে মাত্র পাঁচটা ম্য়াচ খেলেছেন। আর এই পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে ৫৩.৭১ গড়ে ৩৭৬ রান করেছেন। এই পাঁচ ম্যাচেই নজর কেড়ে নেহাল ঢুকে পড়েল আইপিএলের সফতম দলে।
রবিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স শুরুতেই ধাক্কা খায়। মুম্বইয়ের ব্যাটিং অর্ডারের প্রথম চার তারকাই- রোহিত শর্মা (১০ বলে ১ রান), ইশান কিষাণ (১৩ বলে ১০ রান), ক্যামেরন গ্রিন (৪ বলে ৫ রান), সূর্যকুমার যাদব (১৬ বলে ১৫ রান) চূড়ান্ত হতাশ করেন। তবে দলের হাল ধরেন তিলক বর্মা। তিনি ৪৬ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে রয়েছে ৯টি চার, চারটি ছয়।
আরও পড়ুন: মেয়ার্সের ক্যাচ মিস করে ভিলেন বনে যাওয়া খালিলই ২ উইকেট নিয়ে করলেন বড় রেকর্ড
তিলক বর্মাকে কিছুটা সঙ্গত করেন একমাত্র নেহালই। ২২ বছরের তরুণ মুম্বইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। বাকিদের অবস্থা তথৈবচ। মূলত তিলক এবং কিছুটা নেহালের সৌজন্যে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় মুম্বই। আরসিবি-র করণ শর্মা নিয়েছেন ২টি উইকেট।
For all the latest Sports News Click Here