অভিষেকেই আমনজ্যোৎ-র ৪ উইকেট, বৃষ্টির মধ্যে বাংলাদেশকে কাঁদিয়ে ছাড়ল ভারত
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আজ অর্থাৎ রবিবার থেকে ওডিআই সিরিজ খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে এই সিরিজও নিজেদের পকেটে তুলে নিতে চায় হরমনপ্রীত কৌররা। আর সেই টার্গেট নিয়েই মীরপুরে প্রথম ওডিআই ম্যাচে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে শুরু থেকেই চাপে রাখতে থাকেন ভারতীয় বোলাররা। বাংলাদেশের হয়ে ওপেন করতে নামা মুরশিদা খাতুন (১৩) এবং শরমিন আখতার (০) তেমন একটা রান করতে পারেননি। বলা ভালো কার্যত খালি হাতেই ফিরতে হয় তাদেরকে। তবে ফার্গানা হক এবং অধিনায়ক নিগার সুলতানা কিছুটা লড়াই চালান দলকে এগিয়ে নিয়ে যেতে।
তবে উইকেট হারিয়ে চাপে থাকা বাংলাদেশ দলকে কিছুটা হলেও লড়াইয়ে ফিরে নিয়ে। কিন্তু কেউই অর্ধশতরান করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা ৬৪ বলে ৩৯ রান করেন। ইনিংসে একমাত্র এটাই সর্বোচ্চ রান। এছাড়া আর কেউই ২০ রানও করতে পারেননি। বলা ভালো ভারতীয় বোলারদের কাছে কার্যত ল্যাজে গোবরে হতে হয় বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে। মাত্র ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এদিন শোর্না আখতার চোটের জন্য ব্যাটিং করতে নামতে পারেননি। তবে এদিন ১৫ ওভারের পর বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। সেই কারণে ওভার কমিয়ে আনা হয়। ৫০ ওভারের পরিবর্তে মাত্র ৪৪ ওভারে খেলার করার সিদ্ধান্ত নেন আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা।
তবে এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন অভিষেক হওয়া আমনজ্যোৎ কৌর। ৯ ওভার বল করে ৩টি মেডেইন সহ ৩১ রান সহ ৪টি উইকেট তুলে নেন তিনি। এছাড়াও দেবিকা বৈদ্য ৭ ওভার বল করে ২টি উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। ভারতকে জিততে হলে প্রয়োজন ৪৪ ওভারে ১৫৪ রান। যা অনেকটাই সহজ হরমনপ্রীতদের কাছে। এখন এটাই দেখার এই ম্যাচ সহজেই জিততে পারে কিনা ভারতীয় মহিলা ক্রিকেট দল।
For all the latest Sports News Click Here