অভিষেকেই অর্ধশতরান করে নজির যশস্বীর,দাঁড়িয়ে অভিবাদন দ্রাবিড়, কোহলিদের- ভিডিয়ো
যশস্বী জয়সওয়াল তাঁর টেস্ট ক্যারিয়ারের শুরুটা দুরন্ত ছন্দে করলেন। ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই চার হাঁকিয়ে হাফসেঞ্চুরি করেন যশস্বী। অভিষেক টেস্টে তাঁর হাফসেঞ্চুরি নিঃসন্দেহে বড় বিষয়। ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল- সবেতেই দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নেন যশস্বী। আর অভিষেকেই নজর কাড়েন তিনি। ১০৪ বলে ৭টি বাউন্ডারির সাহায়্যে হাফসেঞ্চুরি পূরণ করেন যশস্বী জয়সওয়াল। আলজারি জোসেফের বলে চার হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি।
প্রথম দিনই ৪০ রানে অপরাজিত ছিলেন যশস্বী। দ্বিতীয় দিনের শুরুতেই তিনি হাফসেঞ্চুরি করে ফেলেন। সেই সঙ্গে নজিরও গড়েন যশস্বী। তিনি ভরতের ১৩তম ওপেনার, যিনি টেস্ট অভিষেকেই ৫০ রানের গণ্ডি টপকালেন।
আরও পড়ুন: ছেলে-মেয়ের ভেদাভেদ উঠে গেল, আইসিসি ইভেন্টে রোহিতদের সমান টাকা পাবেন হরমনরা
শুধুমাত্র দুই ভারতীয় ওপেনার- শিখর ধাওয়ান (২০১৩ সালে) এবং পৃথ্বী শ’ (২০১৮ সালে) টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন। সামগ্রিক ভাবে ১৬ জন ভারতীয় ব্যাটার টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন। শেষ তিন জন রোহিত, পৃথ্বী এবং শ্রেয়স আইয়ার- মুম্বইয়ের ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল ইতিমধ্যেই হাফসেঞ্চুরি করে ফেলেছেন। এবার সেঞ্চুরি করে রোহিতদের তালিকায় নাম তোলার পথে তিনি।
আরও পড়ুন: পৃথ্বী ঝড়ের পর দক্ষিণাঞ্চলকে ম্যাচে ফেরালেন PBKS বোলার, ব্যর্থ পূজারা, সূর্য, সরফরাজ
যশস্বীর শতরানের পর পুরো ড্রেসিংরুম উঠে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানায়। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলিরাও দাঁড়িয়ে অভিবাদন জানান যশস্বীকে। যাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
অভিষেক টেস্টে রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সুযোগ পান যশস্বী। এবং তিনি কাউকেই নিরাশ করেননি। আত্মবিশ্বাসের সঙ্গে খেলে চলেছেন ২১ বছরের তারকা। তিনে নামবেন শুভমন গিল। চেতেশ্বর পূজারার জায়গায় তিনি খেলবেন।
এ দিকে প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানে অলআউট করে দেয় ভারত। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা মিলেই ৮ উইকেট তুলে নেন। অশ্বিন ৫ উইকেট নেন। ৩ উইকেট নেন জাদেজা। মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর ১টি করে উইকেট নিয়েছেন। জবাবে রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার মিলে দ্বিতীয় দিনের লাঞ্চের আগে ১৪৬ রান করে ফেলেছেন। যশস্বীর পাশাপাশি রোহিতও তাঁর হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছেন। লাঞ্চের আগে রোহিতের সংগ্রহ অপরাজিত ৬৮ রান। আর যশস্বী ৬২ করে অপরাজিত রয়েছেন।
যশস্বী জয়সওয়াল তাঁর টেস্ট অভিষেকের আগে ৮০.২১ গড়ে ১৮৪৫ প্রথম-শ্রেণীর রান করেছিলেন। তাও মাত্র ২৬ ইনিংসে। তাঁর সেঞ্চুরি রয়েছে নয়টি। এ ছাড়াও তিনি ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করে ২০২৩ আইপিএলে পঞ্চম-সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।
For all the latest Sports News Click Here