অভিষেককারী গুরনূরের প্রথম বলেই লোকেশ রাহুলের জল-ভাত ক্যাচ ছাড়লেন অথর্ব- ভিডিয়ো
হতে পারত স্বপ্নের অভিষেক। পঞ্জাব কিংসের সতীর্থ অথর্ব টাইডের ভুলে গুরনূর ব্রারের আইপিএল তথা টি-২০ অভিষেক হল দুঃস্বপ্নের মতো।
পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা গুরনূর সিং ব্রার প্রাথমিকভাবে আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে রাজ বাওয়া চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে ২২ বছর বয়সী ডানহাতি পেসারকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় পঞ্জাব কিংস। শুক্রবার মোহালিতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁকে প্রথমবার মাঠে নামান শিখর ধাওয়ানরা।
আইপিএলের অন্দরমহলে ঢুকে পড়ার আগে গত ডিসেম্বরে রাজ্যদল পঞ্জাবের হয়ে সিনিয়র ক্রিকেটে হাতেখড়ি হয় গুরনূরের। তিনি ৫টি ফার্স্ট ক্লাস ও ১টি লিস্ট-এ ম্যাচে মাঠে নামলেও সিনিয়র ক্রিকেটে কোনও টি-২০ ম্যাচ খেলেননি। সুতরাং, টি-২০ ক্রিকেটে অপরীক্ষিত ক্রিকেটারকে লোকেশ রাহুলদের বিরুদ্ধে মাঠে নামানোর ঝুঁকি নেয় পঞ্জাব কিংস।
গুরনূরের প্রথম বলেই লোকেশ রাহুলের জীবনদান পাওয়ার ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে
আইপিএল তথা সিনিয়র পর্যায়ে টি-২০ ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচের প্রথম ওভারেই বল করার দায়িত্ব পড়ে গুরনূরের কাঁধে। ব্যাটসম্যান ছিলেন লখনউ দলনায়ক লোকেশ রাহুল। প্রথম বলেই লোকেশ বল হাওয়ায় ভাসিয়ে বসেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে অথর্ব টাইডের দিকে সহজ ক্যাচ উড়ে যায়। যদিও বল তালুবন্দি করতে পারেননি অথর্ব। ফলে অভিষেক ম্যাচের প্রথম বলেই লোকেশ রাহুলের মতো বড় ব্যাটসম্যানকে আউট করার সুযোগ হাতছাড়া হয় গুরনূরের।
নিজের প্রথম ওভারে মাত্র ২ রান খরচ করেন গুরনূর। তবে তাঁর দ্বিতীয় ওভারে ১টি চার মারেন রাহুল এবং ১টি চার ও ১টি ছক্কা মারেন কাইল মায়ের্স। ওভারে মোট ১৬ রান ওঠে।
আরও পড়ুন:- ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস লখনউয়ের, অল্পের জন্য রক্ষা পেল RCB-র রেকর্ড
গুরনূরের তৃতীয় ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন আয়ুষ বাদোনি এবং ১টি চার ও ১টি ছক্কা মারেন মার্কাস স্টাইনিস। সেই ওভারে ২৪ রান ওঠে। সুতরাং নিজের ৩ ওভারে গুরনূর খরচ করেন ৪২ রান। কোনও উইকেট পাননি তিনি। তার পরেই তাঁকে তুলে নিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে প্রভসিমরন সিংকে মাঠে নামায় পঞ্জাব।
যদিও একা গুরনূরই নন, বরং রাহুল চাহার ছাড়া ম্যাচে যথেচ্ছ রান খরচ করেন পঞ্জাব কিংসের বাকি সব বোলারই। আর্শদীপ সিং ৪ ওভারে ৫৪ রান খরচ করে ১টি উইকেট নেন। কাগিসো রাবাদা ৪ ওভারে ৫২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ১ ওভারে ১৭ রান খরচ করেন সিকন্দর রাজা। চাহার ৪ ওভারে ২৯ রান খরচ করেন। স্যাম কারান ৩ ওভারে ৩৮ রান খরচ করে ১টি উইকেট নেন। ১ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন লিয়াম লিভিংস্টোন। লখনউ সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here