অভিনয় ছাড়া তাপসী-কঙ্গনার বিকল্প কেরিয়ার কী হতে পারে, যা বললেন গুল পানাগ
Gul Panag on Kangana and Taapsee: অভিনেত্রী গুল পানাগ মনে করেন রাজনীতিতে বেশ ভালো সাফল্য পাবেন অভিনেত্রী তাপসী পান্নু আর কঙ্গনা রানাওয়াত। যদিও গুল জানালেন, কঙ্গনার একাধিক কথার সঙ্গে তিনি ‘সহমত হতে পারেন না’, তবে এটা জানেন শিরদাঁড়ায় জোর আছে। প্রসঙ্গত, ১৯৯৯ সালে মিস ইন্ডিয়া জেতেন গুল। কাজ করেছেন বহু বলিউড সিনেমায়।
গুল শুধু একজন অভিনেত্রী নন, রাজনীতির মঞ্চেরও পরিচিত মুখ। কিছু বছর আগে যোগ দিয়েছিলেন আম আদমি পার্টিতে। ২০১৪ সালের চণ্ডীগড়ের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও সে বছর জিততে পারেননি, হেরে যান বলিউডের আরেক অভিনেত্রী কিরণ খেরের কাছে।
সম্প্রতি ETimes-কে দেওয়া সাক্ষাৎকারে গুল জানান, ‘সক্রিয় রাজনীতিতে আমি অন্তত কঙ্গনা রানাওয়াতকে দেখি। আমি তাপসীকেও এই একই জায়গায় দেখি। আর কাউকে অন্তত আমি সেভাবে দেখি না এখন। আশা করি বাদবাকি সবাই নিজের শিরদাঁড়া খুঁজে পাবে জলদি। তবে এই দুই মহিলার শিরদাঁড়ায় সত্যিই জোর আছে। কঙ্গনা যা বলেন তার সবকিছুর সঙ্গে কিন্তু আমি সহমত হতে পারি না, বেশিরভাগই আমার ভালো লাগে না। তবে ওই মহিলার শিরদাঁড়া আছে। তেজ আছে। তাপসীরও তাই। আমি সত্যিই আশ্চর্য হব না যদি দেখি এরা দুজন যদি ভবিষ্যতে রাজনীতিতে যান, আমি অন্তত অবাক হব না।’
গুলকে খুব জলদি দেখা যাবে সোনি লিভের ওয়েব সিরিজ ‘গুড ব্যাড গার্ল’-এ। অভিষেক গুপ্তা পরিচালিত এই সিরিজে গুলকে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। ১৪ অক্টোবর থেকে দেখা যাবে এই ওয়েব সিরিজ। ২০০৩ সালে ‘ধুপ’ নামক হিন্দি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন। ‘ডোর’, ‘ধুপ’, ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’, ‘হ্যালো’, ‘স্ট্রেইট’, ‘অব তক ছাপ্পান ২’-এর মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here