অভিনেতা-ক্রিকেটারের বাক্যালাপ, কাকে ‘মিস্টার ৩৬০’ বললেন রণবীর সিং
রণবীর সিং সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে ক্রিকেটার এবি দে ভিলার্সের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মঙ্গলবার, ৮ নভেম্বর তিনি একাধিক ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। দুজনে একত্রে বেশ খানিকটা সময় কাটান এবং ক্রিকেট নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। রণবীর এবি দে ভিলার্সকে দ্যা লেজেন্ড মিস্টার ৩৬০ বলে আখ্যা দেন। তাঁদের দুজনেরই ভক্তরা এই পোস্টে রিঅ্যাক্ট করেন।
রণবীর সিং যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে দেখা যায় তাঁরা দুজনেই কালো রঙের পোশাক পরে রয়েছেন। এছাড়া রণবীরের পরনে ছিল সাদা রঙের টুপি এবং গলায় ছিল মেটাল চেন। যে ছবি রণবীর পোস্ট করেছেন সেখানে তাঁদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। কিছু ছবি দেখে মনে হয় ক্রিকেটার এবি দে ভিলার্স রণবীর সিংকে কিছু বোঝাচ্ছেন বড় স্ক্রিনে খেলা দেখতে দেখতে।
রণবীর সিং এই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন যে ‘একটা দারুন দুপুর কাটালাম। ক্রিকেট দেখে, গল্প করে দুপুরটা দ্যা লেজেন্ড মিস্টার ৩৬০ এর সঙ্গে ভালো গেল।’ তাঁর এই পোস্টে এক ভক্ত লেখেন যে, ‘দুই পছন্দের মানুষ এক ফ্রেমে।’ আরেক ভক্ত লেখেন ‘ওঁকে দেখে মনে আপনার সঙ্গে কথা বলে দারুন খুশি। ভালো লাগল যে আপনার দুপুর ভালো কাটল।’
রণবীরের এই পোস্টে বহু ভক্ত লাল রঙের হৃদয় পোস্ট করেছেন কমেন্টে। অনেকে রিঅ্যাক্ট করেছেন। এই পোস্টে এক রণবীর অনুরাগী লেখেন যে, ‘এবি দে একজন দারুন ব্যাটসম্যান, আর রণবীর একজন সুপার স্টার।’
সম্প্রতি রণবীর সিং যশ রাজ ফিল্মস ট্যালেন্ট ছেড়ে দিয়েছেন। তিনি এই যশ রাজ ফিল্মসের হাত ধরেই তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ব্যান্ড বাজা বারাত ছবির মাধ্যমে। রণবীর সিংকে শেষবার জয়েশভাই জোরদার ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটির পরিচালনা করেছিলেন ডিব্যাং ঠক্কর। রণবীরের সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল শালিনী পাণ্ডে, বোমান ইরানি, প্রমুখকে। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন সাড়া পায়নি।
আগামীতে আলিয়া ভাটের সঙ্গে রণবীরের একটি ছবি আসতে চলেছে। সেই ছবির নাম রকি অর রানি কী প্রেম কাহানি। এই ছবিতে শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনকেও দেখা যেতে চলেছে। ছবিই আগামী বছরের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here