অভিনেতার পেটে লাথি মেরে রূপঙ্কর অভিনয়ে কেন? স্বস্তিকা ধুয়ে দিলেন বাঙালি গায়ককে
রূপঙ্কর বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কেকে-র মৃত্যু নিয়ে অবশ্য আগেই নিজের বক্তব্য রেখেছেন এই টলি সুন্দরী। প্রতিবাদের সুরে বলেন, ‘এখনও ফেসবুকে আটকে থাকলে শিল্পের নামে গুন্ডামি চলতেই থাকবে!’ এবার রূপঙ্কর বাগচির বিতর্কিত বক্তব্য নিয়েও গর্জে উঠলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
কলকাতায় গান গাইতে এসে অকালে মৃত্যু কোলে ঢলে পড়েছেন কেকে। প্রিয় গায়ককে হারানোর যন্ত্রণা কমছে না কিছুতেই। আর সেই যন্ত্রণার পাশাপাশি বাঙালির গলায় কাঁটা হয়ে বিঁধছে গায়ক রূপঙ্কর বাগচির এক বিতর্কিত ভিডিয়ো। কেকে-র মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে মুম্বইয়ের শিল্পী ‘অপমান’ করেছিলেন রূপঙ্কর। এই প্রসঙ্গেই স্বস্তিকার প্রশ্ন, ‘আপনি তো খুব ভাল গান। ওটাই আপনার পেশা। তা হলে কেন অভিনয়ের খাতায় নাম লেখালেন?’
এমনিতেই বরাবর নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য বিতর্কে জড়ান স্বস্তিকা, এবার চুপ থাকলেন না অভিনেত্রী। তিনি লেখেন, ‘একজন অভিনেতা ওঁর জায়াগায় রোল পেলে ওঁর থেকে বেশি ভালো করবেন তাঁর পেটে লাথি মারলেন এবং ইন্ডাস্ট্রির প্রযোজক পরিচালকরাও একজন গায়কের অভিনয়ের জন্য নিচ্ছেন। রূপঙ্করের সিরিয়াল দেখার জন্য কেউ চ্যানেল সাবস্ক্রাইব করবে? নাকি হলে টিকিট কাটবে?’
ফেসবুক পোস্টে ‘পাতাল লোক’ খ্যাত অভিনেত্রী আঙুল তুলেছেন পরিচালক, প্রযোজকদের দিকেও। কেন অভিনেতাকে সুযোগ না দিয়ে একজন গায়ককে দিয়ে অভিনয় করানো হচ্ছে? তিনি আরও লেখেন, ‘আমাদের শর্ট টার্ম মেমরি লস রয়েছে, আমরা দুদিন পর সব ভুলে যাই।ওঁর খারাপ অভিনয় নিয়ে কেই খিল্লি মারেননি এতদিন এবার নিশ্চই মারবেন’।
কেকে-কে নিয়ে রূপঙ্করের বক্তব্যের জেরে টলিউডে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তা বেশ স্পষ্ট। রূপঙ্করের বক্তব্যের সমর্থনেও এগিয়ে এসেছেন নচিকেতা-সহ বেশ কয়েকজন তবে বিপক্ষেই বেশি শিল্পী। শিল্পীকে কোনও ভৌগোলিক সীমারেখা বা ভাষার বেড়াজালে বাঁধা যায় না, এই সত্যিটা কেন বুঝতে পারেনি রূপঙ্কর সেটাই মাথায় ঢুকছে না নেটপাড়ার।
For all the latest entertainment News Click Here