অভিনয় নয় ব্যবসাতেই মন! শাড়ির পর ক্রিম-ফেস ওয়াশের ব্যবসা শুরু করলেন রচনা
বছর দুয়েক আগেই নিজের শাড়ির ব্যবসা শুরু করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কম ট্রোলের মুখে পড়তে হয়নি টিভির দিদিকে। অনেকেই বলতে থাকে এত বড় সেলেব্রিটি হয়ে শাড়ির ব্যবসা করে ‘গরীবের পেটে লাথি’ মেরেছেন তিনি। তবে অভিনেত্রী সাফ জানান, গ্ল্যামার ওয়ার্ল্ডের পাশাপাশি ব্যবসাতেও আসার ইচ্ছে তাঁর অনেকদিনের। সে যাই হোক, শাড়ির পাশাপাশি এবার রচনা নিয়ে এলেন নিজের বিউটি প্রোডাক্টস। নাম রাখলেন ‘রচনা কেয়ার’।
সম্প্রতি হয়ে গেল ‘রচনা কেয়ার’-এর উদ্বোধন। আপাতত ৬টি প্রোডাক্টস নিয়ে যাত্রা শুরু করলেন তিনি। রয়েছে ডে ক্রিম, নাইট ক্রিম, ফেসওয়াশ, অ্যালোভেরা জেলের মতো একাধিক প্রোডাক্ট। রচনা জানিয়েছেন তাঁর এই প্রোডাক্টস ব্যবহার পারবেন নারী-পুরুষ নির্বিশেষে। কিনতে পারবেন অনলাইন আর অফলাইনে। সব রকম দামের প্রোডাক্টস রাখা হয়েছে। ছোট থেকে বড়, সব মাপের প্রোডাক্টস আনা হয়েছে। যাতে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই কিনতে পারেন। আরও পড়ুন: চার নম্বরে উঠে এল হরগৌরী পাইস হোটেল! টিআরপি টপার অনুরাগের ছোঁয়া না ফুলকি?
এর আগে রচনাকে শাড়ির ব্যবসা শুরু নিয়ে বলতে শোনা গিয়েছিল, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি যে একটা বয়সের পর বিনোদনের জগতে কাজ কমে যাবে। তখন আমাকে তো রোজগার করতে হবে। তাই এখন থেকেই কেন বাছব না বিকল্প পথ।’ আরও পড়ুন: ‘আমি কি ভুল করলাম, সিঁদুর দানের সময়ে হাত কাঁপছিল’, নবনীতাকে বিয়ে প্রসঙ্গে জিতু
রচনা তাঁর বিউটি প্রোডাক্টস ‘রচনা কেয়ার’ সম্পর্কে জানিয়েছেন, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তাঁরা নিয়ে এসেছেন তাঁদের প্রোডাক্টসগুলি। তিনি নিজেও ঘরোয়া উপকরণের উপর চোখ বন্ধ করে ভরসা করেন। আর তাই তাঁর পন্যের ইউএসপি-ও তাই। আরও পড়ুন: ‘সঙ্কটজনক’ মাকে ফেলে শিমলাতে শ্যুট করতে যান শাহরুখ! জানালেন মায়া মেমসাব পরিচালক
দিদি নম্বর ১ দিয়ে প্রত্যন্ত গ্রামের মা-বোনদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বছর দুয়েকের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে অনলাইনে শাড়ির ব্যবসাও। রচনা নিজেই জানান, মহিলাদের সঙ্গে খুব সহজে কানেক্ট করতে পারেন তিনি। মহিলারাও তাঁর উপরে ভরসা করেন। তাই ব্যবসাতেও এমন জিনিসই রেখেছেন যেখানে তাঁর সিংহভাগ ক্রেতাই মহিলা।
কাজের সূত্রে, গত ১০ বছরের বেশি সময় ধরে রচনা ব্যস্ত তাঁর টিভি শো দিদি নম্বর ১ নিয়েই। সিনেমা ছেড়ে তিনি যখন টিভিতে জার্নি শুরু করেন তখনও সবাই একইভাবে অবাক হয়েছিল। তবে শুরুর থেকেই টিআরপিতে টপার এই রিয়েলিটি শো। শুধু তাই নয়, সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারা, সকলের পছন্দের তালিকায় শীর্ষে আছে এটি। মাঝে রচনার জায়গায় দেবশ্রী রায়, সুদীপা চট্টোপাধ্যায়রা এলেও কেউ নিতে পারেননি রচনার জায়গা।
For all the latest entertainment News Click Here