অভিনয় ছেড়ে দিলেন নাকি যিশু? শোভনের সঙ্গে হাত মিলিয়ে শুরু করলেন নতুন পথচলা
অভিনয় টভিনয় সব বাদ? কেরিয়ারের মধ্য গগনে থাকার সময়ই অভিনয় ছেড়ে একদম নতুন পথ চলা শুরু করলেন যিশু? না না, চমকাবেন না। ‘এক যে ছিল রাজা’ খ্যাত অভিনেতা মোটেই অভিনয় বা সঞ্চালনা কোনওটাই ছাড়ছেন না। বরং এগুলোর সঙ্গে একটা নতুন পথ চলা শুরু করলেন তিনি।
জি বাংলার ‘সারেগামাপা’ বলুন কিংবা স্টার জলসার ‘সুপার সিঙ্গার’ দুই মঞ্চেই দাপিয়ে সঞ্চালনা করেছেন যিশু। আর সঞ্চালনার মাঝে কখনও সখনও তাঁকে অন্য আরেকটি ভূমিকায় দেখা যেত। কী বলুন তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন ড্রামস বাজাতে। এবার তাই তিনি নিজের দল তৈরি করে বানিয়ে ফেললেন একটি ব্যান্ড। আর আজ থেকেই শুরু হল সেই ব্যান্ডের পথ চলা।
যিশু নিজের ব্যান্ডের নামকরণ করেছেন নিজের নামেই। যিশু অ্যান্ড দ্য রেট্রোডিক্সন। তাঁর এই দলে তাঁকে নিয়ে মোট ৭ জন সদস্য আছেন। এবং এঁদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কে বলুন তো? সারেগামাপা খ্যাত গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকলেই নিজের দলের একটি ছবি পোস্ট করে তিনি এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন। জানান কোন নম্বরে বুক করতে হবে তাঁদের দলকে কোনও অনুষ্ঠানের জন্য। ছবিতে তাঁদের সবাইকে সাদা শার্ট এবং কালো প্যান্টে দেখা যাচ্ছে। নাম আর ছবি দেখে স্পষ্ট তাঁরা পুরনো দিনের গানেই জোর দিতে চলেছেন বা সেই সময়কার গান শোনাবেন দর্শকদের।
প্রসঙ্গত যিশুকে আগামীতে কাজলের সঙ্গে দ্য ট্রায়াল পেয়ার কানুন ধোকা সিরিজে দেখা যাবে। এই সিরিজের মধ্যে ওটিটি ডেবিউ সারছেন কাজল। এখানে তাঁর স্বামীর চরিত্রে ধরা দেবেন অভিনেতা। ইতিমধ্যেই এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। চর্চিত, সমাদৃত হয়েছে তাঁর চরিত্র। যিশুর কেলেঙ্কারির জন্য যখন তাঁর জেল হয় তখন তাঁর সাধারণ স্ত্রী যিনি নিজের পেশা ছেড়ে গৃহবধূ হয়ে ছিলেন তিনি আবার উকিলের পোশাক তুলে নেন। তারপর কোন দিকে গল্প এগোয়, স্বামীকে ন্যায় বিচার দেন না শাস্তি সেটাই এই সিরিজের মূল বিষয়।
For all the latest entertainment News Click Here