অভিনয়ে ফিরছেন দিনো মোরিয়া, এবার নতুন লুক, নতুন ভাষা
তেলেগু সিনেমা জগতে পা রাখতে চলেছেন দিনো মোরিয়া। তিনি সুরিন্দর রেড্ডির ছবি এজেন্টের হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছেন। এটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি।
তবে বর্তমানে এই অভিনেতার একটার পর একটা ওয়েব সিরিজ এবং ছবিতে কাজ করে চলেছেন। ফলে বোঝা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম যেন তাঁর কেরিয়ারের কাছে শাপে বর হয়েছে। এই ওয়েব দুনিয়াতে তিনি তাঁর অভিনয়ের এক একটি দিক এক একটি ছবিতে ফুটিয়ে তুলছেন। কখনও তাঁকে হোস্টেজ সিজন ২-তে দেখা গিয়েছে, কখনও তাণ্ডব, কখনও আবার দ্য এম্পায়ার -এর মতো প্রজেক্টে। ফলে তিনি যে এখন ওয়েব দুনিয়ায় ফাটিয়ে কাজ করছেন সেটা বলাই যায়। এবার তাঁকে একটি তেলেগু ছবিতে দেখা যেতে চলেছে।
দিনো মোরিয়া তাঁর প্রথম তেলেগু ছবিতে খল নায়কের ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিটির নাম এজেন্ট। পরিচালনা করেছেন সুরিন্দর রেড্ডি। এই ছবিতে তাঁর চরিত্র কেমন সেই বিষয়ে অভিনেতা জানিয়েছেন, ‘এই চরিত্রটি একটু খ্যাপাটে ধরনের।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘এজেন্ট ছবিতে আমাকে বেশ কিছু নৃশংস এবং ভয়ানক অ্যাকশন করতে দেখা যাবে। আর আমি সেটা নিয়েই দারুন উচ্ছ্বসিত।’
অভিনেতা এই বিষয়ে আরও জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমার অভিনয় কেরিয়ারের প্রথম দিকে আমার লুকসের কারণে পরিচালকরা আমায় কেবল পাশের বাড়ির ভালো ছেলেটির চরিত্র অফার করত। আমি কখনও আমার আরেকটা দিক ফুটিয়ে তোলার, নেতিবাচক চরিত্রে অভিনয় করার সুযোগ পাইনি। আমায় বরাবর রোমান্টিক হিরোর চরিত্র অফার করা হয়েছে। কিন্তু কখন অ্যাকশন ছবিতে সুযোগ পাইনি। আমার অ্যাকশন ছবির প্রতি আকর্ষণ ছিল। আমি ফিট এবং ফ্লেক্সিবল যে কোনও চরিত্র করার জন্য।’
এই ছবিতে দিনো মোরিয়া ছাড়াও মাম্মুথি, অখিল অক্কিনেনি, সাক্ষী বৈদ্যকে দেখা যাবে। এই ছবিতে দিনোর চরিত্রের নাম ‘গড’।
এখানে অভিনেতাকে লম্বা চুল, দাঁড়ি রাখতে দেখা যাবে। অভিনেতা জানিয়েছেন তিনি এম্পায়ারের জন্য দাঁড়ি গোঁফ রেখেছিলেন। সেটা আর তিনি কাটেননি। একই সঙ্গে অভিনেতা জানিয়েছেন খলনায়ক বা নেতিবাচক চরিত্রের দিকে তাঁকে একটি আকর্ষণ ছিল। অবশেষে সেটা সুরিন্দর রেড্ডির এই ছবির হাত ধরে পূরণ হতে চলেছে।
For all the latest entertainment News Click Here