অভিজ্ঞ অমিত মিশ্র-উনাদকাটদের নিয়ে ২য় মরশুমেই বাজিমাতের লক্ষ্যে লখনউ
শুভব্রত মুখার্জি: গত মরশুমের আইপিএল থেকেই পথচলা শুরু হয়েছে লখনউ সুপার জায়ান্টস দলের। অভিষেক মরশুমে বেশ ভালো ফল করেছিল কেএল রাহুলের নেতৃত্বাধীন জায়ান্টসরা। প্লে অফেও পৌঁছে গিয়েছিল তাঁরা। এবার সেই পারফরম্যান্সের ধারা বজায় রাখতে মরিয়া তাঁরা। আর তার প্রভাব বোঝা গেল মিনি নিলামের আসরেই। যেখানে অভিজ্ঞতার পাশাপাশি আক্রমণাত্মক ক্রিকেটারদেরকে দলে ভেড়াল তাঁরা। ১৬ কোটি টাকা ব্যয়ে দলে নেওয়া হয়েছে ক্যারিবিয়ান সংক্ষিপ্ত ফর্ম্যাটের অধিনায়ক নিকোলাস পুরানকে। যা রীতিমতো চমকে দিয়েছে বিশেষজ্ঞদের।
তবে নিকোলাস পুরানকে দলে নিয়েই থেমে থাকেনি সুপার জায়ান্টসরা। আইপিএলের অভিজ্ঞ দুই ক্রিকেটার অমিত মিশ্র, জয়দেব উনাদকাটদেরও দলে নিয়েছে সুপার জায়ান্টসরা। কোচির মিনি নিলাম থেকে মোট ১০ জন ক্রিকেটারদেরকে দলে নিয়েছে জায়ান্টসরা। ১৬ কোটিতে নিকোলাস পুরানকে নেওয়ার পাশাপাশি বেশ কিছু ভালো ক্রিকেটারকে তাঁদের বেসপ্রাইসেই দলে নিয়েছে জায়ান্টসরা। ৫০ লাখ টাকায় তাঁরা দলে নিয়েছে জয়দেব উনাদকাট, অমিত মিশ্র, রোমারিও শেফার্ড এবং নবীন উল হককে। এছাড়া ৪৫ লাখ টাকায় তাঁরা নিয়েছে যশ ঠাকুরকে। ড্যানিয়েল স্যামসকে কিনতে খরচ করতে হয়েছে ৭৫ লাখ টাকা। ২০ লাখ টাকায় তাঁরা নিয়েছে স্বপ্নীল সিং, যুধবীর চরক এবং প্রেরক মানকড়কে।
মিনি নিলামের মধ্যে দিয়ে দলের সবকটি শূন্যস্থান পূরণ করা হয়েছে সুপার জায়ান্টসদের তরফে। তারপরেও তাঁদের কাছে রয়ে গিয়েছে ৩.৫৫ কোটি টাকা। উল্লেখ্য মিনি নিলামের আগেই দলের তরফে কেএল রাহুল, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, আবেশ খানের মতন ভারতীয় ক্রিকেটারদের রিটেন করা হয়েছিল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রিটেনড হয়েছিলেন কুইন্টন ডি’কক, মার্ক উড, মার্কাস স্টোয়নিসরা। আসুন একনজরে দেখে নেওয়া যাক মিনি নিলামের পর সুপার জায়ান্টসদের পূর্ণাঙ্গ দল।
কেএল রাহুল, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, আবেশ খান, করণ শর্মা, মনন ভোরা, কুইন্টন ডি’কক, মার্ক উড, মার্কাস স্টোয়নিস, কৃষ্ণাপ্পা গৌতম, কাইল মেয়ার্স, মহসিন খান, ময়াঙ্ক যাদব, রবি বিষ্নোই, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, যশ ঠাকুর, রোমারিও শেফার্ড, ড্যানিয়েল স্যামস, অমিত মিশ্র, প্রেরক মানকড়, স্বপ্নীল সিং, যুধবীর চরক, নবীন উল হক।
For all the latest Sports News Click Here