অবিশ্বাস্য! অপরাজিতা অপুর পর বন্ধ হচ্ছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক
টিআরপির লড়াই গত কয়েক মাসে খানিকটা পিছিয়ে পড়েছে জি বাংলা। তবে এক নম্বর জায়গা ফিরে পেতে মরিয়া চ্যানেল কর্তৃপক্ষ, তাই গত কয়েক সপ্তাহে চ্যানেলে বেশ কিছু রদবদল ঘটেছে। চলতি সপ্তাহেই শেষ হয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল তথা একটা সময় টিআরপি তালিকায় প্রথম তিনে একটানা জায়গা ধরে রাখা ‘অপরাজিতা অপু’।
নতুন বছরে জি বাংলায় শুরু হয়েছে ‘পিলু’, ‘গৌরী এলো’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘উড়ন তুবড়ি’র মতো সিরিয়াল, তবে এখানেই শেষ নয়। জানা যাচ্ছে খুব শীঘ্রই জি বাংলায় আরও দুটি সিরিয়াল আসবে। যার মধ্যে একটি প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের। আর সেই ধারাবাহিক আসবার জেরে কোন ধারাবাহিক শেষ হবে? তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। টিআরপি তালিকায় পিছিয়ে থাকা ‘কড়ি খেলা’ হয়ত শেষ হয়ে যাবে এমনটা ভাবছিলেন অনেকে। তবে শোনা যাচ্ছে ‘কড়ি খেলা’ নয়,তার আগে শেষ হবে জি বাংলার অপর হিট মেগা ‘যমুনা ঢাকি’। হ্যাঁ, একটা সময় টিআরপি চার্ট কাঁপানো এই সিরিয়াল নাকি এবার শেষ করে দিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। যদিও সেই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
তবে ‘যমুনা ঢাকি’ শেষ হওয়ার জল্পনাটা বেশ জোরালো। দিন কয়েক আগেই ৬০০ পর্ব সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে ‘যমুনা ঢাকি’, তবে গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় টানা ব্যর্থ যমুনা। তাই এবার যমুনার গল্পে ইতি টানবার সিদ্ধান্ত নাকি নেওয়া হয়ে গিয়েছে। এক সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে আগামী মাসের শেষে বা মে মাসের শুরুতে শেষ হতে পারে ‘যমুনা ঢাকি’। পাশাপাশি ‘কড়ি খেলা’ও খুব বেশিদিন চালিয়ে নিয়ে যেতে আগ্রহী নয় চ্যানেল, তবে শেষ হওয়ার আগে নাকি এই সিরিয়ালের একবার সময় পরিবর্তন ঘটবে বলে টেলিপাড়া সূত্রে খবর।
For all the latest entertainment News Click Here