অবাক হয়ে ভাবছিলেন ধাক্কা দিল কে?স্পাইডার ক্যামের সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া নরকিয়ার
মেলবোর্নে চলছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঘটে এক অদ্ভুত ঘটনা। এমনিতেই ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় চোট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং করার সময় জোরে বোলার এনরিখ নরকিয়া স্পাইডার ক্যামেরার ধাক্কায় মাঠের মধ্যেই পড়ে যান। ৩১৫ কেজির এই স্পাইডার ক্যামেরা নরকিয়ার পিছনে ধাক্কা মারে। সামান্য চোট লাগলেও আঘাত গুরুতর নয়। উক্ত ঘটনায় সম্প্রচারকারী সংস্থা ফক্স স্পোর্টস দক্ষিণ আফ্রিকা দলও এনরিখের কাছে ক্ষমা চেয়েছে।
ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েন নরকিয়া। পরে করেছেন বোলিংও। বাঁ কাঁধে ও কনুইতে সামান্য আঘাত লেগেছে। দ্বিতীয় দিনের খেলা শেষে নরকিয়া বলেন, ‘সত্যি কথা বলতে আমি বুঝতেই পারেনি আমাকে কিসে আঘাত করেছে। একটু ঘাবড়ে গিয়েছিলাম। বিশেষ কিছু সমস্যা হয়নি। আমি ঠিকই আছি। তবে কাঁধ ও কনুইতে সামান্য আঘাত লেগেছে। কনুইতে ব্যথা করছে। তবে বাকি সবই ঠিক আছে। চিকিৎসকের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার চেষ্টা করব। এই ঘটনা আমাকে কোনওভাবেই দুর্বল করেনি। ম্যাচে আমি সবসময় ফোকাস রাখার চেষ্টা করেছি।’
সম্প্রচারকারী সংস্থা স্বীকার করে নিয়েছে, এতে তাদের অপারেটরের ভুল ছিল। দুর্ঘটনা ঘটার পরে স্পাইডার ক্যামেরা বন্ধ ছিল। কিন্তু পরের দিনেই স্পাইডার ক্যামেরা কাজ করতে শুরু করবে তা জানিয়ে দেওয়া হয়েছে। এইরকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কিছু প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নরকিয়া বলেন, ‘আমার মনে হয় এত অল্প উচ্চতায় ক্যামেরা চালানো উচিত নয়। খেলার সময়ও সমস্যা হয়। ক্যাচ ধরতে গেলে অনেক সময় ক্যামেরার মধ্যে বল লেগে যায়। একটা নির্দিষ্ট উচ্চতার পর এটাকে না নামানোই ভালো। তবে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত।’
এই ম্যাচে মিনি হাসপাতালে পরিণত হয়েছে অজি দল। আগে মিচেল স্টার্ক তারপর ক্যামরন গ্রিন চোটের কবলে পড়েছেন। পাশাপাশি ডেভিড ওয়ার্নারও শতরানের সেলিব্রেশন করতে গিয়ে চোট পান। বেশিরভাগ অস্ট্রেলিয়া চোট পেলেও তারা এই ম্যাচে এগিয়ে রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার শিবির কে চাপে রেখেছে।
For all the latest Sports News Click Here