অবাক সিদ্ধান্ত ভারতের! চট্টগ্রামের ম্যান অফ দ্য ম্যাচ কুলদীপ বাদ মীরপুর টেস্টে
দাপুটে জয়ের পরে বেশিরভাগ দলই সচরাচর উইনিং কম্বিনেশন বজায় রেখে পরের ম্যাচে মাঠে নামতে চায়। দলের কেউ ভয়ানক খারাপ পারফর্ম্যান্স না করলে অযথা প্রথম একাদশ নিয়ে কাটা-ছেঁড়া করতে চায় না কোনও দলই। তবে মীরপুর টেস্টে চূড়ান্ত ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া।
চট্টগ্রামের দাপুটে জয়ের পরে মনে করা হচ্ছিল বুঝি মীরপুর টেস্টে উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামবে ভারত। তবে সকলকে চমকে দিয়ে টিম ইন্ডিয়া বাদ দেয় চট্টগ্রাম টেস্টে সেরা তারকাকেই।
ব্যাট হাতে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। দীর্ঘদিন পরে টেস্টের আঙিনায় ফিরেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন চায়নাম্যান স্পিনার। অথচ মীরপুর টেস্টে সেই কুলদীপকেই বসিয়ে দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
কারণটাও অদ্ভুত। ১২ বছর পরে জয়দেব উনাদকাটকে টেস্টে মাঠে নামাতে কুলদীপকে বলির পাঁঠা বানানো হয়। পিচে ঘাস রয়েছে, বাইশগজের সম্ভাব্য চরিত্র নিয়ে নিশ্চিত হতে না পেরেই ভারত বাড়তি পেসার খেলানোর সিদ্ধান্ত নেয়, এমনটাই বোঝায় যায় টসের পরে লোকেশ রাহুলের কথা শুনে। কম্বিনেশনের স্বার্থেই নাকি আগের ম্যাচের সেরা খেলোয়াড়কে বসাতে হচ্ছে তাদের, এমনটাই স্পষ্ট জানান ভারত অধিনায়ক।
বাঁ-হাতি পেসার জয়দেব উনাদকাট শেষবার ভারতের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নামেন ২০১০ সালে। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি মাত্র টেস্ট খেলেন জয়দেব। সেটিই ছিল ভারতের জার্সিতে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। কেরিয়ারের একমাত্র টেস্ট ম্যাচে কোনও উইকেট পাননি উনাদকাট।
বাংলা বনাম হিমাচলপ্রদেশ রঞ্জি ম্যাচের তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
উনাদকাট শেষবার ভারতের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৮ সালে। কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচটিই ছিল দেশের জার্সিতে তাঁর শেষ টি-২০ ম্যাচ। সুতরাং, ৪ বছর পরে ফের টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপালেন সৌরাষ্ট্রের তারকা পেসার। জয়দেব ভারতের হয়ে এর আগে পর্যন্ত ১টি টেস্ট, ৭টি ওয়ান ডে ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। সাকুল্যে ২২টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি।
For all the latest Sports News Click Here