অবস্থার উন্নতি, ফিরেছে গলার স্বর! কেমন আছেন মীরাক্কেল জয়ী আবু হেনা রনি?
আগের তুলনায় অনেকটা ভালো আছেন মিরাক্কেল বিজয়ী কৌতুক অভিনেতা আবু হেনা রনি। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি। বাংলাদেশের ঢাকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই আচমকা দুর্ঘটনার সম্মুখীন হন। গ্যাস বেলুন বিস্ফোরণ ঘটে শরীরের একাংশ ঝলসে যায় আগুনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন আবু হেনা রনি। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন। তাঁর গলার স্বর স্বাভাবিক হচ্ছে। এখন একটু একটু কথা বলতে পারছেন। হাই ডেপিসিয়েনসি ইউনিট থেকে স্থানান্তরিত করা হয়েছে কেবিনে। আরও পড়ুন: স্নিগ্ধজিতের প্রশংসায় পঞ্চমুখ ‘অ্য়ালকোহলিয়া’ হৃতিক! ‘পরম পাওনা’, বললেন তরুণ গায়ক
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জেন এস এম আইয়ুব হোসেন জানিয়েছেন, রনি এখন কথা বলতে পারলেও কেবিনে তাঁকে আলাদা রাখা হয়েছে। শুধুমাত্র পরিবারের সদস্যদেরই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। নিয়মিত ড্রেসিং চলছে কৌতুক অভিনেতার। নিজে থেকেই খেতে পারছেন। অক্সিজেনও খুলে দেওয়া হয়েছে। বেশি কিছুদিন কথা বলা নিয়ন্ত্রণ রাখতে হবে তাঁকে। আরও পড়ুন: নুসরত, শুভশ্রী, রাইমা থেকে মিমি- বিনা মেকআপে টলি নায়িকাদের দেখতে কেমন? রইল ছবি
রনির এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া তাঁর আরোগ্য কামনায় ভরে গিয়েছে। সুস্থ হয়ে কবে বাড়ি ফিরবেন সে বিষয় কিছু জানানো হয়নি।
For all the latest entertainment News Click Here