অবসর নিয়ে ফেলেছি, ওয়ানডে বিশ্বকাপে খেলার জল্পনা উড়িয়ে দিলেন বেন স্টোকস
শুভব্রত মুখার্জি: ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের নায়ক তিনি। ইংল্যান্ডকে তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়ার অবিসংবাদিত নায়ক অলরাউন্ডার বেন স্টোকস। ফাইনালে খাদের কিনারা থেকে টেনে তুলে দলকে জিতিয়েছিলেন তিনি। চার বছর বাদে ফের একবার আয়োজন হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের। তবে ইতিমধ্যেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে অবসরও নিয়ে নিয়েছেন তারকা ইংল্যান্ড অলরাউন্ডার। অ্যাশেজের পঞ্চম টেস্টের আবহেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে অবসর ভেঙে ফেরার কোন পরিকল্পনা আছে কিনা তাঁর। যার উত্তরে স্টোকস স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি অবসর নিয়ে নিয়েছি। অবসর ভেঙে ফেরার কোনও ভাবনাই নেই। পাশাপাশি অ্যাশেজের পর তিনি যে ছুটি কাটাতে যেতে চান তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সাফ জানিয়ে দিলেন অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার কোনও ইচ্ছে তাঁর নেই। শারীরিক ও মানসিক ধকল সামলাতে না পেরে গত জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন স্টোকস। এখন শুধু লাল বলের ক্রিকেটেই খেলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়ক এবারও শেষবেলাতে বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে পারেন এরকম একটি ধারণা তৈরি হয়েছিল ইংলিশ ক্রিকেটে । গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো অর্ধশতরানের পর স্টোকস নিজেও সেই রকম ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন পরিস্থিতির দাবি থাকলে যে কোনও কিছুর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
তবে ওভালে চলতি অ্যাশেজের শেষ টেস্ট শুরুর আগের দিন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ওয়ানডেতে ফেরার কোনও আর কোনও সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমি অবসরপ্রাপ্ত (ওয়ানডেতে)। এই ম্যাচের পর আমি ছুটিতে যাচ্ছি এবং আপাতত আমার ভাবনায় শুধু এটাই রয়েছে।’ উল্লেখ্য চলতি অ্যাশেজের আগেই স্টোকসের অনুরোধে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন অলরাউন্ডার মইন আলি।
সেই প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হয় স্টোকসকেও যদি এরকম অনুরোধ করা হয়? প্রশ্ন শুনে বেন মজা করে বললেন, ‘আমি নিশ্চয়ই নিজেকে নিজে ফোন করতে পারি না!’ দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। সেই সমস্যার সমাধান করতে অস্ত্রোপচার করানোর কথা ভেবে রেখেছেন তিনি। সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। হাঁটুর এই চোটের কারণে দ্বিতীয় টেস্টের পর আর বল করতে পারেননি তিনি। ওভালে শেষ টেস্টের আগের দিন নেটে তাকে দেখা গেছে অফ স্পিন বোলিং করতে। হাঁটুর এই চোট নিয়ে স্টোকস বলেছেন, ‘এটার একটা স্থায়ী সমাধান আমি অবশ্যই করতে চাই। এমনিতে ক্রিকেট খেলার সময়ই বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ দেখিয়েছি। মোটামুটি পরিস্থিতি সামলানো সম্ভব বলেই আমরা খেলা চালিয়ে গেছি। তবে এখন (অ্যাশেজ শেষে) চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার উপযুক্ত সময় এসেছে। হাঁটুর দুর্ভাবনা বাদ দিয়ে বোলিং করতে হলে আমি কী করতে পারি তা নিয়ে আলোচনা করতে হবে। এই বিরতির সময়টায় এসব নিয়ে আলোচনা করব।’
For all the latest Sports News Click Here