‘অবশ্যই মেয়েদের দোষ, উত্তেজক পোশাক পরলে ধর্ষণ ঘটবে’, কাদের খোঁচা দিলেন দেবলীনা?
দেশজুড়ে প্রতিদিন, প্রতি মুহূর্তে বেড়ে চলেছে ধর্ষণকাণ্ড। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২০ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮৮ জন মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। রাজধানী দিল্লিতে দৈনিক ধর্ষণের সংখ্যা ৫! এই পরিসংখ্যান রীতিমতো শিউরে উঠবার মতো। আমাদের রাজ্যেও কামদুনি থেকে হাঁসখালি- ধর্ষণকাণ্ডের মতো ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মহিলা সুরক্ষা কতখানি বিপন্ন। এবার ধর্ষণকাণ্ড নিয়ে প্রতিবাদে শামিল অভিনেত্রী দেবনীলা কুমার।
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট শেয়ার করে নিজের মতামত ব্যক্ত করলেন উত্তম কুমারের নাতবউ। বলিউড অভিনেতা কালকি কোয়েচলিন ব্যঙ্গের সুরে একটি ভিডিয়ো বানিয়ে ধর্ষণের কারণ হিসাবে দায়ী করেছেন মেয়েদের ছোট পোশাককে। কারণে সমাজের কথাকথিত ধ্বজাধারীরা এমনটাই দাবি করে থাকেন। হুল ফুটিয়ে কালকি বলেছেন, ‘ধর্ষণের কারণ তো নারী নিজেই! এমন কিছু পোশাক তাঁরা পরেন, যা পুরুষদের উত্তেজিত করে। কারণ, তাঁদের চোখ আছে। তাঁরা দেখেন।…. না হলে কী আর ধর্ষণের মতো ঘটনা ঘটে?’
সেই ভিডিয়োতে ফুটে উঠেছে ঠিক কোন কোন পোশাকে নারীকে দেখে উত্তেজিত হয় পুরুষ। শর্ট স্কার্ট, হট প্যান্ট থেকে বোরখা-সবটাই রয়েছে তালিকায়। শুধু খোলামেলা পোশাকে নয়, শরীর ঢাকা পোশাকেও নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। তাই তো কালকির সুরে সুর মিলে জনৈকা বলেই ফেললেন, ‘পৃথিবী যদি নারীশূন্য হত তা হলেই আর ধর্ষণের মতো ঘটনা ঘটত না’।
এই ভিডিয়ো শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘অবশ্যই আমাদের দোষ আছে। আর আমাদের পোশাকের। পোশাক উত্তেজক হলে এ সব তো ঘটবেই!’ দেবলীনার এই পোস্টেও উড়ে এসেছে কটাক্ষ। একজন নেটিজেন হাঁসখালি ধর্ষণ-খুন কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রেশ টেনে লেখেন, ‘বাচ্চা ছেলেমেয়েরা একটু দুষ্টুমি করবে না,ওদের চরিত্রের দোষ একজন মেয়ে(CM) একথা বলতে পারলে, রেপিস্ট ছেলেদের দোষ কোথায়?’ বুঝতে অসুবিধা হয় তৃণমূল বিধায়কের মেয়ের সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্ট দেখেই এমন আক্রমণ। সেই নিয়ে মাথা ঘামেতা না-রাজ দেবলীনা। তিনি জানিয়েছেন, ‘‘ঝলকটি অত্যন্ত সময়োপযোগী। আমার সঙ্গে যদিও এই দুর্ঘটনা ঘটেনি। তবু মনে হয়েছে, এটি ভাগ করে নেওয়া দরকার। তাই করেছি’।
For all the latest entertainment News Click Here