অবশেষ মুখ খুললেন, মিমের জবাব দিলেন রবি শাস্ত্রী
টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়ার পরে রবি শাস্ত্রীকে একদল নেটিজেনের মিমের সম্মুখীন হতে হয়েছিল। প্রতি নিয়ত টিম ইন্ডিয়ার প্রধান কোচকে নিয়ে নানা মিম তৈরি করা হত এবং রবি শাস্ত্রীকে অপমান করা হত। এবার সেই মিমের জবাব দিলেন বিরাট কোহলিদের প্রাক্তন হেড স্যার। তিনি জানান, যারা তাকে নিয়ে মিম করতেন তাদের তিনি আমন্ত্রণ করতে চান। নোংরা মিম নিয়ে রবি শাস্ত্রীর এমন অদ্ভুত প্রতিক্রিয়ায় অবাক ক্রিকেট মহল। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি করা নোংড়া মিমগুলি তিনি বেশ উপভোগ করতেন।
এই বিষয় নিয়ে শাস্ত্রী জানিয়েছেন, ‘আমি তাদের কিছু মিম বেশ উপভোগ করেছি। এটাও প্রতিভা। যখন তারা হঠাৎ করে আমাকে একটা খোঁচা দেয়, তখন তা পরের দিন অদৃশ্য হয়ে যায়। সব জায়গায় বোতল আছে, এটা আমার কাছে হাসির বিষয়। তাই অন্তত কঠিন সময়ে, আপনি মানুষকে ভালো হাস্যরস দিয়েছেন। আমি তাদের মধ্যে কয়েকজনকে ড্রিঙ্কসের জন্য আমন্ত্রণ জানাতে চাই।’
টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার কাজটি যে সহজ নয় তা বিশেষজ্ঞরা বলে থাকেন। কোভিড ১৯ ও বায়ো-বাবলের মধ্যে সেই কাজটা আরও কঠিন হয়ে উঠেছিল। তবে শাস্ত্রী এটাকে মানতে চাননা। তাঁর মতে তিনি এই সময়টাকে দারুণ উপভোগ করেছেন। যাইহোক, শাস্ত্রীর মতে সাফল্য এবং টিম এবং ম্যানেজমেন্টের সঙ্গে থেকে তিনি সন্তুষ্ট। শাস্ত্রী বলেছিলেন, ‘এই মেয়াদ আমাকে অন্য যে কোনও কিছুর চেয়ে বেশি কাজের সন্তুষ্টি দিয়েছে। যখন এই চাকরিতে, আপনি শুধু আপনার কোচিং স্টাফের সাথে থাকেন। আপনি যা করতে পারেন তা হল এমন একটি মানসিকতা তৈরি করা যা ছেলেদের একবার আউট হয়ে যাওয়ার পরেও কিছু ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে স্বাধীনভাবে খেলতে দেয়। এতে প্রচুর ত্যাগ স্বীকার করা হয়েছে, বিশেষ করে কোভিডের সময় গত দেড় বছরে যা ক্রিকেট হয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখেনি।’
For all the latest Sports News Click Here