অবশেষে বাংলাদেশে গিয়ে পারফর্ম করার অনুমতি পেলেন নোরা, কেন আটকানো হয়েছিল তাঁকে
বাংলাদেশে পারফর্ম করবেন অভিনেত্রী নোরা ফাতেহি। ‘গ্লোবাল এচিভারস অ্যাওয়ার্ড-২০২২’ এ অংশ নিতে ১৮ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় যাওয়ার কথা বলিউড অভিনেত্রীর।
গত সেপ্টেম্বরে ঢাকায় যাওয়ার কথা থাকলেও, নোরার বাংলাদেশে যাওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ ঢাকায় অনুষ্ঠান করার অনুমতি পেলেন অভিনেত্রী। তবে মাত্র ৪০ মিনিট ঢাকার মঞ্চে অনুষ্ঠান করবেন এই মরোক্কান সুন্দরী। আরও পড়ুন: এত টাকা নিয়ে ওঁরা করেন কী? কী কেনেন? শাহরুখ, আলিয়াদের কাছে সবচেয়ে দামি কী আছে
বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘বিশ্বের অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ কর্পোরেশন ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভার অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু সেই অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া যাচ্ছে না।’
উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, ঠিক একই ইস্যুতে সেপ্টেম্বরে ওপার বাংলার আরও এক অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি পাননি বলিউডের এই আলোচিত মুখ। আরও পড়ুন: ঢাই কিলো কা হাত! সেই দু’হাতে খেটে কী কী কিনেছেন সানি? দেখুন তালিকা
রবিবার নোরা ফাতেহির ঢাকা আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন উইমেনস লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া। তিনি জানান, নোরা ফাতেহিকে ঢাকার আনার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছেন উইমেনস লিডারশিপ কর্পোরেশন। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। দেড় হাজারের বেশি মানুষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জানানো হয়েছে চুক্তি অনুযায়ী, এ দিন তিনবার পোশাক বদলাবেন নোরা। এ ছাড়া পুরস্কার বিতরণও করবেন।
সম্প্রতি এক ভিডিয়ো বার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’ একইসঙ্গে ১৫ অক্টোবর আয়োজক প্রতিষ্ঠানও সংবাদসম্মেলন করে নোরার ঢাকা আসার প্রসঙ্গে নিশ্চিত করেন।
For all the latest entertainment News Click Here