অবশেষে বলিউডে পা রাখছেন নাইসা? মেয়ের ভবিষ্যতের কথা জানিয়ে দিলেন কাজল
নাইসা দেবগণ। অজয় দেবগণ এবং কাজলের কন্যা। ঝুলিতে ছবির সংখ্যা শূন্য। বর্ণিল জীবনযাপন আর পার্টি-প্রীতির কারণে শিরোনামে উঠে তাঁর নাম। মা-বাবার মতোই কি আগামীতে বলিউডে পা রাখবেন এই তারকা-সন্তান? নাকি বেছে নেবেন অন্য কোনও পেশা?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘নাইসা এমন একজন মানুষ যে নিজের সিদ্ধান্ত নিজের নেবে। আমি ওকে অভিনয়ের জগৎ থেকে দূরে রাখছি না। আবার ওই দিকে ওকে ঠেলেও দিচ্ছি না। ১৮ বছর বয়স হয়েছে ওর। এখন ও বড় হয়ে গিয়েছে।’
আপাতত বিদেশে থেকে পড়াশোনা করছেন নাইসা। সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। নতুন নতুন দেশ, শহরে ঘুরে বেড়ানো যেন তাঁর নেশা। ক্যামেরার সামনে আসার ইচ্ছে আদৌ কি তাঁর আছে? কাজলের উত্তর, ‘আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হল। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সে দিকে ওদের চালিত করাটাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।’
মেয়ের ভবিষ্যৎ নিয়ে এই একই প্রশ্ন রাখা হয়েছিল অজয় দেবগণের কাছে। তিনি বলেন, ‘আমি জানি না আমার মেয়ে অভিনয় করতে চায় কি না। এখনও পর্যন্ত এ বিষয়ে ও কোনও আগ্রহ দেখায়নি।’
অভিনয় করেন না ঠিকই। তবে প্রতি মুহূর্তেই আতস কাছের নীচে থাকেন অজয়-কাজলের কন্যা। কখনও গায়ের রং, তো কখনও পোশাক, নানা কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সবই তারকা-সন্তান হওয়ার বিড়ম্বনা!
For all the latest entertainment News Click Here