‘অবশেষে বলতে পারব, হোম অ্যাডভান্টেজ পেলাম’, ইডেনে বল ঘুরতেই হাসি KKR ক্যাপ্টেনের
দলে ঠাসা স্পিনার। বোলিংয়ের সময় ন্যূনতম তিন স্পিনার থাকছেন। সঙ্গে নীতীশ রানাও স্পিন বোলিং করতে পারেন। কিন্তু এবারের আইপিএলে এতদিন হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্সে যে পিচ পাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), তাতে স্পিনারদের জন্য কার্যত কোনও সাহায্য থাকছিল না। সেইসঙ্গে একদিকে মারাত্মক ছোট বাউন্ডারির কারণে স্পিনারদের কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছিল। অবশেষে সোমবার সেই কাঙ্খিত স্পিনিং পিচ পেল কেকেআর। যে পিচ থেকে সাহায্য আদায় করে নিলেন নাইট স্পিনাররা। বল থমকে যাচ্ছিল। ঘুরছিল বল। যা দেখে কেকেআরের অধিনায়ক নীতীশ রানার মুখে হাসি ফুটল।
সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেকেআরের অধিনায়ক রানাকে সঞ্চালক হর্ষ ভোগলে প্রশ্ন করেন যে অবশেষে কেকেআর ইডেনে সত্যিই হোম ম্যাচের সুবিধা পাচ্ছে কিনা। সেই প্রশ্নের জবাবে কেকেআর অধিনায়ক রানা বলেন, ‘হ্যাঁ। একেবারেই। হোম (ম্যাচের) অ্যাডভান্টেজ (সুবিধা) আমাদের কাছে বলে এবার বলতে পারব (হাসি)। যেভাবে স্পিনাররা বল করেছে, (তাতে আমি অত্যন্ত খুশি)। তবে শেষ দু’ওভারে অনেক বাজে বল করেছে (পেসাররা)। আমি খুব রেগে গিয়েছিলাম। পরিকল্পনামাফিক বল করা হয়নি। অকারণে ১৫-২০ রান খরচ করে ফেলেছিলাম আমরা। ১৬০-১৬৫ রানে আটকে দেওয়া উচিত ছিল আমাদের। আমরা অতিরিক্ত ১৫-২০ রান দিয়ে ফেলেছিলাম।’
আরও পড়ুন: KKR vs PBKS: এক জয়েই আট থেকে পাঁচে উঠল KKR, জমে উঠল IPL-র পয়েন্ট তালিকা
ইডেনে আইপিএলের ম্যাচ
যখন গৌতম গম্ভীর কেকেআরের অধিনায়ক ছিলেন, তখন ইডেনের পিচ একেবারে স্পিনারদের স্বর্গভূমি ছিল। দলে সুনীল নারিন, কুলদীপ যাদব, পীযূষ চাওলাদের মতো স্পিনার থাকায় ইডেনের ঘূর্ণি পিচে খেলত কেকেআর। কিন্তু সোমবারের আগে পর্যন্ত (এবারের আইপিএলে) ইডেনের পিচে যেন বল ঘুরছিলই না। একেবারে পাটা পিচে খেলতে হচ্ছিল কেকেআরকে (ব্যাটিংয়ের জন্য স্বর্গ)। বিপক্ষের ব্যাটারদের যে স্পিনিং জালে আটকে দেবেন বরুণ চক্রবর্তীরা, সেটা সম্ভব হচ্ছিল না। তার ফলে প্রচুর রান উঠছিল। সোমবারের আগে পর্যন্ত ইডেনে যে চারটি ম্যাচ হয়েছিল, তাতে মোট ১,৩৬০ রান উঠেছিল (৭৫.৩ ওভারে)।
আরও পড়ুন: Shardul in KKR: আট ম্যাচে মাত্র ১৪.৫ ওভার বোলিং- ১০.৭৫ কোটির শার্দুলকে শুধু ফিল্ডিং করাচ্ছে KKR!
সোমবার অবশ্য সেই ছবিটা পালটে যায়। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বেশ ভালো টার্ন পান বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মারা। শেষপর্যন্ত ২০ ওভারে ১৭৯ রান হজম করলেও সেটার পুরোপুরি দায় পেসারদের। স্পিনাররা যথেষ্ট ভালো বল করেন। সার্বিকভাবে ১৩ ওভার বল করেন চার স্পিনার (বরুণ, নারিন, সুয়াশ এবং রানা)। খরচ করেন ৮৮ রান। নেন পাঁচ উইকেট।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here