অবশেষে ধরা দিলেন! নগ্ন ফোটোশ্যুট কাণ্ডে রণবীরের বয়ান রেকর্ড হল
একেই অনাবৃত ফোটোশ্যুট, তায় আবার ম্যাগাজিনের প্রচ্ছদ। বিতর্ক যেন বরাদ্দই! অভিনেতা রণবীর সিংহের বিরুদ্ধে জমেছে অগুনতি অভিযোগ। শুধু কথায় নয়। খাতায়-কলমে। এত দিন কোনও না কোনও অজুহাত দেখিয়ে পুলিশের ডাক এড়িয়েছিলেন ‘গালি বয়’। অবশেষে ধরা দিতে হল তাঁকে।
সোমবার সকাল ৭টার সময় থানায় হাজির হন রণবীর। তদন্তের দায়ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বয়ান রেকর্ড করেন। আড়াই ঘণ্টা পর অর্থাৎ সাড়ে ন’টার দিকে সেখান থেকে বেরিয়ে যান তিনি। পুলিশ সূত্রে খবর, প্রয়োজনে রণবীরকে ফের ডাকা হতে পারে।
রণবীরের বিরুদ্ধে চেম্বুর থানায় এফআইআর করেছিলেন এক স্বেচ্ছাসেবক সংস্থার কর্মী। অভিনেতার বিরুদ্ধে মহিলাদের ভাবাবেগে আঘাত করার এবং তাঁদের সম্মানহানির অভিযোগ আনেন তিনি। একাধিক ধারায় মামলা রুজু হয় অভিনেতার বিরুদ্ধে।
(আরও পড়ুন: নগ্ন ফটোশ্যুটের মামলায় সোমবার পুলিশি জেরা এড়ালেন, অতিরিক্ত সময় চাই রণবীরের!)
রণবীরের সেই ফোটোশ্যুটের পর থেকে এ রকম অসংখ্য অভিযোগের পাহাড় জমেছে। দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। বলিউড অভিনেতার নিরাবরণ ছবিতে বাংলায় বিশেষ ভাবে না ছড়ায়, সে বিষয়ে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন তিনি। তাঁর আইনজীবী জানান, রণবীরের বস্ত্রহীন ছবি যাতে জনমানসে এবং শিশুদের মনে কুপ্রভাব না ফেলতে পারে, সেই কারণেই এই জনস্বার্থ মামলা দায়ের।
(আরও পড়ুন: নগ্ন ফটোশ্যুটের জের, রণবীরের বাড়িতে মুম্বই পুলিশ, ২২ অগস্ট জেরার জন্য তলব)
অনাবৃত অবস্থায় তুরস্কের গালিচায় শুয়ে লেন্সবন্দি হয়েছিলেন রণবীর। প্রশংসা যেমন পেয়েছেন, তেমনই ধেয়ে এসেছে কটাক্ষ। শুধু কটাক্ষই নয়। আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন দীপিকা পাডুকোনের স্বামী। তবে তাঁর পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভট্ট, সুমনা চক্রবর্তী, বিদ্যা বালনের মতো তারকারা।
For all the latest entertainment News Click Here