অবশেষে টেস্টে শতরান! ভাইরাল গিলের সেলিব্রেশন, উচ্ছ্বাস বিরাটদের
শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার শুভমন গিল। সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মেও রয়েছেন তিনি। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিন ভারতের হয়ে খেলছেন তিনি। তবে এতদিন ধারাবাহিকভাবে রান করলেও তিনি টেস্টে শতরানের দেখা পাননি। এদিন চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শুভমন গিল। আর স্বাভাবিকভাবেই টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করার পরে উচ্ছ্বাসে মাততে দেখা যায় তাঁকে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত এদিন মেহেদী হাসান মিরাজকে পরপর দুটি চার মেরে নিজের শতরানে পৌঁছে যান তিনি। প্রথমে চার মেরে ৯৫ থেকে ৯৯ রানে পৌঁছান তিনি। এরপর স্টেপ আউট করে মেহেদীকে ফের মারেন তিনি। বল এক বাউন্সে বাউন্ডারি পেরিয়ে যায়। ৯৯ থেকে ১০৩ রানে পৌঁছে যান তিনি। এরপরেই গিল রীতি মেনে ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে সকলের অভিবাদন করেন।
এরপর সাজঘরে থাকা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, চলতি টেস্টের অধিনায়ক কেএল রাহুলের উদ্দেশ্যে মাথা নিচু করে অভিবাদন গ্রহণ করেন। তাঁদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন তিনি। ক্যামেরায় ধরা পড়ে বিরাট কোহলি এবং রাহুল দুজনেই হাসিমুখে হাততালি দিচ্ছেন এবং বিষয়টি উপভোগ করছেন।
উল্লেখ্য অগস্ট মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ওয়ানডে ম্যাচে কেরিয়ারের প্রথম শতরান করেছিলেন তিনি। ওই ম্যাচে ১৩০ রান করেছিলেন তিনি। যদিও টেস্ট শতরানের জন্য তাঁকে অপেক্ষা করতে হল আরো কয়েক মাস। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে স্পর্শ করলেন কেরিয়ারের সেই মাইলফলক।
For all the latest Sports News Click Here