অবশেষে জানা গেল ‘গুড্ডি’র সম্প্রচারের সময়, কোন সিরিয়ালের কপাল পুড়ল?
প্রথম প্রোমোতেই বাজিমাত করেছিল গুড্ডি। ধ্রুবতারা’ খ্যাত শ্যামপ্তী মুদলি এবং রণজয় বিষ্ণুর এই কামব্যাক শো’তে একঝাঁক চমক থাকছে তার ইঙ্গিতও মিলেছিল। তবে দীর্ঘসময় ধরে এই সিরিয়াল আটকে ছিল। ধারাবাহিকের সম্প্রচারের তারিখ ও সময় নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটছিল না। কিন্তু সব জল্পনার অবসান ঘটল এবার। বুধবার সিরিয়ালের দ্বিতীয় প্রোমো সামনে আনল চ্যানেল। একসঙ্গে জানিয়েছিল ‘গুড্ডি’র আগমনের দিনক্ষণ।
একদিকে যখন জি বাংলায় ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘গৌরী এলো’, অন্যদিকে স্টার জলসাতেও একইদিনে সম্প্রচার শুরু হবে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ‘গুড্ডি’র। নতুন সিরিয়ালের জন্য কোন স্লট বেছে নিল চ্যানেল? সন্ধ্যা ৬টার সময় সম্প্রচারিত হবে এই শো। স্বাভাবিকভাবেই এই খবরে বেজায় চটেছেন শান্টু-পূর্ণার ভক্তরা। টিআরপি তালিকায় ভালো ফল করা ‘খেলাঘর’কে হঠিয়ে দিচ্ছে এই নয়া মেগা। তবে তার মানে এটা একেবারেই নয় যে শেষ হয়ে যাবে শান্টু-পূর্ণার প্রেমের গল্প। ২৮শে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬টার বদলে বিকাল ৫টায় সম্প্রচারিত হবে ‘খেলাঘর’।
কিন্তু প্রশ্নটা হল তবে ‘ফেলনা’র কী হবে? এই মুহূর্তে বিকাল ৫টায় সম্প্রচারিত হচ্ছে রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই শো। একথা তো সবার জানা ইতিমধ্যেই রাত থেকে দুপুরে, তারপর ফের বিকালের স্লটে আনা হয়েছে ‘ফেলনা’কে। তাই এই সিরিয়ালের কি আবার স্লট বদল হবে? শোনা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ফেলনা। সিরিয়ালের কম টিআরপির জেরে পাকাপাকিভাবে এই সিরিয়াল বন্ধ করে দেওয়াল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চ্যানেল কর্তৃপক্ষ।
শ্যামপ্তী মুদলি এবং রণজয় বিষ্ণু ছাড়াও ‘গুড্ডি’তে থাকছেন মধুরিমা বসাক। একটু ভিন্ন স্বাদের ত্রিকোণ প্রেমের কাহিনি হতে চলেছে ‘গুড্ডি’। এখন দেখবার টিআরপি তালিকায় কতটা বাজিমাত করতে সফর হবে এই সিরিয়াল।
For all the latest entertainment News Click Here