অবশেষে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’! কবে মুক্তি পাচ্ছে সৃজিত-প্রসেনজিৎ জুটির এই ছবি?
করোনা কাঁটার জেরে দীর্ঘসময় ধরে আটকে ছিল কাকাবাবুর তিন নম্বর অভিযান। বারবার বদল হয়েছে মুক্তির তারিখ। অবশেষে মঙ্গলবার সুখবর দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই নতুন চমক নিয়ে রুপোলি পর্দায় হাজির হচ্ছেন ‘কাকাবাবু’ প্রসেনজিৎ। ঠিক হয়ে গেল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তির দিনক্ষণ। মরুভূমি,পাহাড়ের পর এবার আফ্রিকার জঙ্গলে কারনামা দেখাবে বাংলার রাজা রায়চৌধুরি ওরফে কাকাবাবু।
আগামী ৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। মিশর রহস্য ও ইয়েতি অভিযানের পর কাকাবাবু সিরিজের এই ছবিতেও প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্তুর ভূমিকায় থাকছেন আরিয়ান ভৌমিক। অন্যদিকে গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। শুরুতে ২০২০ সালে দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, এরপর বহুবার তারিখ পালটে অবশেষে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবির প্রেক্ষাপট কেনিয়া। সন্তুকে নিয়ে সেখানে বেড়াতে যান কাকাবাবু। নাইরোবি শহরে ঘোরার সময় কাকাবাবুকে খুনের হুমকি দেওয়া হয়। স্থানীয় ভারতীয় ব্যবসাদার অশোক দেশাই কাকাবাবুকে আমন্ত্রণ জানান মাসাইমারার গভীর জঙ্গলে অবস্থিত তাঁর হোটেলে। সেখানেই খাঁটি জমান কাকাবাবু, এরপর যতকাণ্ড সেই জঙ্গলে। কিছুদিন পূর্বে দুই পর্যটক এইখান থেকে নিঁখোজ হয়েছে জানতে পারেন কাকাবাবু,সেই রহস্যজট খুলতে যে সকল বিপদসংকুল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কাকাবাবু ও সন্তুকে, তাই ধরা পড়বে এই ছবিতে।
কাকাবাবু সিরিজের ছবি নামেই বড় স্কেল ও বড় বাজেটের ছবি। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অন্যদিকে সৃজিত-প্রসেনজিৎ জুটির ছবি মানেই বাড়তি উন্মাদনা আর প্রত্যাশা। একসঙ্গে ৮ নম্বরবার রুপোলি পর্দা কাঁপাতে আসছে এই পরিচালক-অভিনেতা জুটি। আপতত কাউন্টডাউন শুরু।
For all the latest entertainment News Click Here