অবশেষে আমিরের সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন ফতিমা
দঙ্গল, থাগস অব হিন্দুস্তান ছবিতে অনস্ক্রিন তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। অফ স্ক্রিনও হামেশাই দেখা যায় তাঁদের। কাদের কথা বলছি? ফতিমা সানা শেখ এবং আমির খানের। আমিরের মেয়ে ইরার বাগদানের দিনও পর্যন্ত উপস্থিত ছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন একাধিক ছবি পোস্ট। তাঁদের এই বন্ধুত্ব বা ভালো সহকর্মীর সম্পর্ক নিয়ে কিন্তু বলি পাড়ার অন্দরে অন্য গল্প শোনা যায়। কানে ভেসে আসে তাঁরা নাকি প্রেম করছেন! সত্যি? এই গুজব, উড়ো খবরের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন এসব খবরে তিনি অত্যন্ত বিব্রতবোধ করেন। একই সঙ্গে জানান তিনি এসব কথায় নিজেকে মানিয়ে নিয়েছেন।
বলিউড হাঙ্গামাকে দেওয়া একটা সাক্ষাৎকারে অভিনেত্রী একবার জানিয়েছিলেন, ‘এটা ভীষণ অদ্ভুত! আমার মা টিভি দেখেন ভীষণ আর তিনি বলতে থাকেন দেখ তোর ছবি দেখাচ্ছে। আমি তখন বলি হেডলাইন পড়ো কী লেখা আছে সেটা জানার জন্য।’
তিনি আরও জানান যে এসব গুজব প্রাথমিক তাঁকে খুব বিরক্ত করত। এবং তিনি নিজেকে বোঝাতেন যে কী হয়েছে কেন হয়েছে। কিন্তু এখন? এই বিষয়ে ফতিমা বলেন, ‘আমি এখন নিজেকে কিছু বোঝাই না। কারণ আমি এটা বুঝেছি তিনি যাই করো না কেন মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই।’
তিনি আরও জানান সেই সাক্ষাৎকারে নে তিনি এখন পরিস্থিতি সামলাতে শিখে গিয়েছেন। তাঁর কথায়, ‘কেউ যদি কোনও বিষয়ে তোমার উপর দোষারোপ করে তাহলে তৎক্ষণাৎ তাঁকে গিয়ে বলা উচিত তুমি কী ভাবো বিষয়টা এমন? তুমি যদি আগ্রেসিভ হও তাহলে তুমি সোজাসুজি গিয়ে আক্রমণ শানাবে, আর যদি সাবমিসিভ ধরনের হও তাহলে সেটা নিয়ে আলোচনা করবে।’
দুটি ছবিতে ফতিমা এবং মিস্টার পারফেকশনিস্টকে একসঙ্গে দেখা গিয়েছিল। এর মধ্যে প্রথম ছবি হল দঙ্গল। এই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। বিশ্বজুড়ে ছবিটি ২,০০০ কোটি টাকার উপর আয় করেছিল। বলিউডের সর্বকালীন সেরা ছবি হয়েছিল এটি ব্যবসার নিরিখে। অন্যদিকে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ঠাগস অব হিন্দুস্থান। দঙ্গলের উল্টো ফল দেখা গিয়েছিল এক্ষেত্রে। একেবারেই ভরাডুবি ঘটেছিল ছবিটির। বক্স অফিসে একদমই সাড়া পায়নি এটি। ৩৩৫ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ২৬০ কোটিও কামাতে পারেনি।
গত বছরে আমির খান অভিনীত লাল সিং চাড্ডা মুক্তি পেয়েছিল। আমির, করিনার এই ছবিরও ভরাডুবি ঘটেছিল বক্স অফিসে। তবে কেরিয়ার যেমন হোক না কেন এই দুই তারকাকে নিয়ে চর্চা চলতেই থাকে, আর তাঁদের একত্রে একাধিক পার্টি, ইভেন্টেও হামেশাই দেখা যায়।
For all the latest entertainment News Click Here