অবশেষে অস্কার হাতে পেলেন দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের মূল কাণ্ডারী বোমান-বেলি
এই প্রথম কোনও ভারতীয় তথ্য চিত্র অস্কার জিতল। গত সপ্তাহে ইতিহাস তৈরি করে কার্তিকী গনসালভেস ৯৫ তম আকাদেমি পুরস্কার জয় করেন সেরা তথ্য চিত্র শর্ট বিভাগে। এখানে দেখানো হয়েছে তামিল নাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি হাতির গল্প। একটি অনাথ হস্তীশাবক, রঘুর গল্প দেখানো হয়েছে দ্য এইলফ্যান্ট হুইস্পারার্সে। সঙ্গে উঠে এসেছে তাঁর জন্য বোমান এবং বেলির লড়াইয়ের কথা। এঁরা দুজনই রঘুকে লালন পালন করেছেন। এই তথ্য চিত্রের মূলে আছে বোমান বেলির সঙ্গে রঘুর যে আত্মিক যোগ গড়ে উঠেছিল সেই কাহিনি। অস্কার জিতে দেশে ফেরার পর যাঁদের জন্য এই পুরস্কার এল সেই বোমান এবং বেলির সঙ্গে দেখা করতে যান কার্তিকী। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে ছবিও তোলেন পরিচালক।
কার্তিকীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বোমান এবং বেলির হাতে অস্কার ধরা। তাঁদের দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। এই ছবি শেয়ার করে পরিচালক লেখেন, ‘প্রায় চার মাস হয়ে গেল যে আমি ওদের থেকে আলাদা ছিলাম। এবার মনে হচ্ছে যেন আমি বাড়ি ফিরে এলাম।’ বলাই বাহুল্য এই ছবিটা ভীষণ রকম সাড়া পায় সোশ্যাল মিডিয়ায়। এশা গুপ্তা থেকে অহনা কুমরা সকলেই তাঁদের মতামত জানিয়েছেন এই পোস্টে।
অস্কার জেতার পর কার্তিকী সেই মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘ আমি আজ এখানে দাঁড়িয়ে আছি আমাদের এবং প্রকৃতি মায়ের মধ্যে যে সম্পর্ক আছে সেই কথা তুলে ধরার জন্য। আদিবাসী সম্প্রদায়কে আমার শ্রদ্ধা জানাই। ধন্যবাদ আকাদেমি আমাদের ছবিকে সম্মান জানানোর জন্য যেখানে আদিবাসী এবং পশুদের কথা উঠে এসেছে। ধন্যবাদ নেটফ্লিক্স এই ছবির ক্ষমতার উপর বিশ্বাস করার জন্য। এই পুরস্কার গুনীত, আমার প্রোডিউসার, আমার গোটা টিম, আমার পরিবার, মা, বাবা সবাইকে, এবং অবশ্যই আমার দেশ ভারতকে।’
For all the latest entertainment News Click Here