অবনমন নিয়ে প্রথম ডিভিশনের ক্লাবদের দাবি মেনে নিল IFA-র গভর্নিং বডি
গত মঙ্গলবার আইএফএর সঙ্গে বৈঠকে বসে প্রথম ডিভিশন ক্লাবগুলির সঙ্গে। কলকাতা প্রিমিয়র লিগের জন্য প্রথম ডিভিশন থেকে কতগুলি দল প্রিমিয়র ডিভিশন লিগে উঠবে আর কতগুলি দল দ্বিতীয় ডিভিশনে যাবে সেই নিয়েই বৈঠক হয়। তবে বৈঠকের সমাধান না হওয়ায় বল আগেই গভর্নিং বডির কোর্টে ঠেলে দেন আইএফএ কর্তারা।
রবিবার ফের বৈঠক বসে আইএফএর কর্তারা। সেখানেই বৈঠকেই ক্লাবগুলিকে গভর্নিং বডি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল। প্রথম ডিভিশনের ক্লাবগুলির দাবি মেনে নিল গভর্নিং বডি। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন চার নেতা মন্ত্রী ক্লাবের প্রতিনিধিরা এবং আরও অন্যান্য সকলে।
প্রথম ডিভিশন থেকে চারটে ক্লাবের প্রোমোশন হবে। অবনমন হবে দুটি ক্লাবের। প্রিমিয়ার ‘বি’-র ১০টি ক্লাবকে রাতারাতি প্রিমিয়ার ‘এ’-র সঙ্গে মিশিয়ে দেওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছিল প্রথম ডিভিশন ক্লাবগুলোর অন্দরে। ২৪টি ক্লাবের মধ্যে সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং, মদন মিত্রর বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব, স্বরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মতো ক্লাব রয়েছে সেখানে।
তারা দাবি তোলেন প্রথম ডিভিশন থেকে ছয়টি দল প্রিমিয়রে আসুক। আর দুটি দলের অবনমন হোক। কিন্তু তাদের এই দাবির পাল্টা প্রস্তাব রাখেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত। তাদের দাবি প্রথম ডিভিশন থেকে চারটি দল প্রিমিয়রে উঠুক এবং চারটি দলের অবনমন হোক। কিন্তু ক্লাবগুলি চাইছে না চারটি দলের অবনমন হোক। আর এতেই সমস্যা আরও বেড়ে যায়।
এদিনের বৈঠকের শেষে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম ডিভিশন ক্লাবের সদস্যরা একটা প্রস্তাব রাখে। গভর্নিং বডি প্রথম ডিভিশন ক্লাব যা প্রস্তাব রেখেছে তা মেনে নিয়েছে। তারা পরিকাঠামো পিরামিড আকারে লিগ করতে চাইছে। অর্থাৎ শীর্ষ সারিতে কম দল থাকবে।’
অন্যদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘কতগুলি ক্লাব প্রিমিয়র ডিভিশনে যাবে আর কটি ক্লাব অবনমন করবে তা সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি। ফলে আর কোনও সমস্যা রইল না লিগের ম্যাচ আয়োজন করতে। খুব তাড়াতাড়ি আমরা বৈঠকে বসব কমে প্রিমিয়র ডিভিশন লিগ শুরু করা যায়।’ পাশাপাশি রবিবারের বৈঠকে ঠিক হয় নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে সবুজ মেরুন। এই বৈঠকে মোহনবাগানের এই প্রস্তবও মেনে নিয়েছে আইএফএ।
For all the latest Sports News Click Here