‘অবতার’ দেখতে যাওয়া হল কাল, সিনেমা হলে আচমকা মৃত্যু হল এক দর্শকের
দেশ জুড়ে সিনেপ্রেমীরা বুঁদ ‘অবতার’ জ্বরে। ছবি দেখতে হলে ভিড় করছেন দর্শক। এ বছরের সবচেয়ে হাইপড ছবির তালিকায় রয়েছে অবতার। এই ছবি দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। সিনেমা হলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক দর্শক।
অন্ধপ্রদেশের বাসিন্দা লক্ষ্মী রেড্ডি। ভাইয়ের সঙ্গে সিনেমা দেখতে হলে গিয়েছিলেন। সিনেমা চলাকালীনই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ওই ব্যক্তি। হলে বসে আচমকা বুকে ব্য়থা অনুভব করেন তিনি। অসুস্থ বোধ করার পর অচৈতন্য অবস্থা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকের সঙ্গে কী করছেন জাহ্নবী? দিল্লির অনুষ্ঠানে ধরা দিলেন এক ফ্রেমে
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। পেদ্দাপুরম অঞ্চলের এক প্রেক্ষাগৃহে সকলের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিনেমা দেখতে দেখতে আচমকা অচৈতন্য হয়ে পড়েন তিনি। এরপরই মারা যান।
১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’। আর মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে বাজিমাত করেছে এই ছবি। ‘অবতার: ১’ ছবিটি গোটা বিশ্বের সব থেকে সফল ছবি ব্যবসার নিরিখে।
‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবিটিতে দেখা যাবে একটি চাঁদের গল্প, যার নাম প্যান্ডোরা। আর সেখানকার বাসিন্দারা অর্থাৎ না’ভি হিউম্যানয়েড রেস বিপন্ন হতে বসেছিল উপনিবেশ গড়ে ওঠার কারণে। যাঁরা এই ছবিটি দেখেছেন, তাঁরা এবং ছবি সমালোচকদের ৮০ শতাংশই এই ছবি দেখার কথা বলেছেন।
For all the latest entertainment News Click Here