অফিসিয়াল ঘোষণা সময়ের অপেক্ষা, মোহনবাগানের নতুন সচিব দেবাশিস দত্ত
শুভব্রত মুখার্জি: মোহনবাগান ক্লাবের আসন্ন নির্বাচনের নমিনেশন জমা পড়ার শেষ দিনেই নিশ্চিত হয়ে গেছিল ক্লাবে এবার আর নির্বাচন কার্যত হচ্ছে না। কারণ তথাকথিত বিরোধী পক্ষের তরফ থেকে কোন নমিনেশন জমাই পড়েছিল না ক্লাবে। ফলে ‘ইলেকশন’ নয় ‘সিলেকশন’ ছিল ভবিতব্য। যদিও অফিসিয়ালি ক্লাবের তরফে কিছু ঘোষণা করা হয়নি তবুও মোহনবাগান সচিব পদে দেবাশিস দত্তের ফেরাটা সময়ের অপেক্ষা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেবাশিষ দত্ত।
ক্লাবের তরফে অফিসিয়ালি এখনও ঘোষণা করা হয়নি কিছু। বৃহস্পতিবার ছিল মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন। সেখানে নিশ্চিত হয়েছে সচিব পদে দেবাশিষ দত্তর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি। তবে দেবাশিষ দত্ত একা নন। ফুটবল সচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ও। এই প্যানেলে যে যে ব্যক্তি যে যে পদাধিকারী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন একথা নিশ্চিত করেই বলা যায় । কারণ, দু’দিনের স্ক্রুটিনির পর বিষয়টি নিশ্চিত হয়েছে যে শাসক গোষ্ঠীর পক্ষে তরফে বিভিন্ন পদে যাঁরা মনোনয়ন জমা দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও মনোনয়নই জমা পড়েনি।
এছাড়াও মোহনবাগানের ‘ঘরের ছেলে’ প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় সহ সচিব, উত্তম সাহা-কোষাধ্যক্ষ, মুকুল সিনহা-অর্থ সচিব, মহেশ টেকরিওয়াল-ক্রিকেট সচিব, শুভাশিস পাল-হকি সচিব, সন্দীপন বন্দ্যোপাধ্যায়-টেনিস সচিব, তন্ময় চট্টোপাধ্যায়-গ্রাউন্ড সচিব, দেবাশিস মিত্র-অ্যাথলেটিক সচিব এবং মানস ভট্টাচার্য-যুব ফুটবল সচিব হিসেবে পদে আসাটা নিশ্চিত হয়েগিয়েছে। ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা রয়েছে আপাতত।
For all the latest Sports News Click Here