অপ্রাকৃত যৌনতা,শারীরিক হেনস্থার অভিযোগ! রাখির স্বামী আদিলের ১৪ দিনের জেল হেফাজত
স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখির অভিযোগ মতোই মঙ্গলবার ওশিওয়াড়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন আদিল, এদিন আদালতে তোলা হলে তাঁর জামিন না-মঞ্জুর করে অন্ধেরির কোর্ট। আদিলকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালক।
আদিলের বিরুদ্ধে রাখি আপ্রকৃত সেক্স, শারীরিক নির্যাতন, পরকীয়া, টাকা ও গয়না চুরি এবং পণ নেওয়ার মতো অভিযোগ এনেছেন। অভিযোগের গুরুত্ব বুঝে আদিলকে সোজা বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। রাখির অভিযোগ তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে গার্লফ্রেন্ড তনুর সঙ্গে থাকছিলেন আদিল। ৬ই ফেব্রুয়ারি আদিলের নাম থানায় অভিযোগ দায়ের করেন রাখি। পরদিন রাখির বাড়িতে ফের হামলা চালায় আদিল, অভিযোগ অভিনেত্রীর। সেইসময়ই ওশিওয়াড়ার থানার পুলিশ আদিলকে গ্রেফতার করে।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় রাখিকে। একটা সময় স্বামীর অত্যাচারের কথা বলতে গিয়ে সংজ্ঞাহীনও হয়ে পড়েন রাখি। রাখির দাদার দাবি, মায়ের মৃত্যুর দিন আদিল রাখির উপর অকথ্য শারীরিক নির্যাতন চালিয়েছে, এমনকী তাঁকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা পর্যন্ত করেছে। এদিন আদালত চত্বর থেকে বেরিয়ে সোজা কুপার হাসপাতালের উদ্দেশ্য়ে রওনা দেন রাখি। সেখানেই তাঁর মেডিক্যাল পরীক্ষা হবে, যা আদালতে পেশ করতে হবে। এদিন মিডিয়াকে রাখির জানান, ‘আমাকে ঠকিয়েছে আদিল, ওর প্রথম বিয়ের কার্ড,ডিভোর্স পেপার সব হাতে এসেছে’।
পুলিশের তথ্যানুসারে ২০২২ সালের জানুয়ারি মাসে পরিচয় আদিল ও রাখির। এরপর একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খোলেন দুজনে। পরবর্তীতে ২০২২ সালের জুন মাসে ওই অ্যাকাউন্ট থেকে ১.৫ কোটি টাকা তুলে নেন আদিল, নতুন গাড়ির কেনবার নাম করে। রাখির আইনজীবী ফাল্গুনি ব্রহ্মভাট বলেন, তাঁদের তরফে আদিলকে পুলিশ কাস্টডিতে পাঠানোর অনুরোধ করা হয়েছিল, যদিও ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।
হাতে হাতকড়া পরানো আদিলকে টেনে হিঁচড়ে অন্ধেরি কোর্টে নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সংবাদমাধ্যমের সামনে স্বামীর বিরুদ্ধে বিষোদগার করে রাখি জানান, ‘আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই আমার মা মারা গেছেন’।
গত মাসেই জানা গিয়েছিল আট মাস আগেই প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে ‘নিকাহ’ সেরেছেন রাখি, গ্রহণ করেছেন ইসলাম। তবে বিয়ের কথা জানাজানি হওয়ার সময় নাকি রাখি-আদিলের সম্পর্ক মোটেই ইতিবাচক ছিল না। বিগ বস মারাঠি শো’তে রাখি যখন অংশ নিচ্ছিলেন সেই সময়ই নাকি পরকীয়ায় লিপ্ত হন আদিল, অভিযোগ ‘ড্রামা কুইন’-এর।
আদিলের আগে রীতেশ রাজের সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন রাখি। রীতেশের হাত ধরে বিগ বসের ঘরেও পৌঁছে ছিলেন। কিন্তু বাইরে এসেই বিচ্ছেদের ঘোষণা করেন। রীতেশের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর ডিভোর্স না হওয়ায়, আইনি স্বীকৃতি ছিল না রাখির বিয়ের।
For all the latest entertainment News Click Here